অপেক্ষা
চিরকাল কেও থাকে না
না তুই, না আমি, না সে
কেও ইচ্ছে করে হারিয়ে যায়
কেও জীবনের বাস্তবতায়
কাওকে ওপরওয়ালা নিয়ে যায়;
হারিয়ে যাওয়াতে কারো হাত নেই
যে হারিয়ে যায় সে তো যায়
যে রয়ে যায় সে বেদনায় হারায়;
একদিন হয়তো তুই থাকবি না
একদিন হয়তো আমি;
আমি না থাকলে হয়তো তোর দিন হবে অন্ধকার
কিংবা তুই না থাকলে আমার;
যতক্ষণ তুই আছিস দিন আমার সূর্য
রাত আমার চাঁদনি
যতক্ষণ আমি, ততক্ষণ তোর সূর্য
না থাকলে রাত;
নিস্তব্ধতার কোলাহলে বধির অপেক্ষার প্রহর;
অপেক্ষা হারিয়ে যাবার,
তোর কিংবা আমার।
অপেক্ষা হল পৃথিবীর সেরা কষ্টের একটি। স্বাভাবিক নিয়মে যখন সময় গড়ায় তখন তা কখনোই বিরক্তির কারণ হয় না। কিন্তু যখন অপেক্ষা নামক শব্দ নিয়ে দাড়িয়ে বা বসে থাকতে হয় তখন তা যেন হয় অসহনীয় যন্ত্রণা কেননা, সময় তখন থমকে থাকে। চমৎকার লাগল।
ধন্যবাদ সাইদুর ভাই।
ভালো থাকুন।
জীবনের দারুণ এক সত্য তুলে এনেছেন আপনার কবিতায়। সত্যি জীবনটা আসলে একটা অপেক্ষা। খুব ভালো লাগলো। শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি যাযাবর!!!!
ধন্যবাদ ভাই ইলহাম
আপনেকেও অনেক অনেক শুভেচ্ছা
শুভেচ্ছা প্রিয় নির্বাসিত জীবনের মানুষ।
চিরকাল কেও থাকে না, না তুই, না আমি, না সে। সত্য কথা জীবন দা।