পদ্মগন্ধি মন

পদ্মগন্ধি মন

কেয়াপাতার নৌকায় জল ওঠে বেসামাল
মাঝি ভুলে গেছে খেয়া পারাপার মাঝদরিয়ায়
উথাল পাথাল ঢেউ, হাওয়ায় দোলে পাল
আঁধার ঘনায় বুকের মাঝে ভয়েতে কাঁপে মন

ওগো বন্ধু ফিরে এস আরো একবার, বসে আছি
সেই কবে থেকে তোমার আসার প্রতীক্ষায়
কালো রাতের পর ওই উঠেছে ভোরের আলো
সে আলোয় মুছে যাবে মনের যত হতাশার আঁধার

আবীর-রাঙানো মনের বেদীতে ফুলের কী বাহার
পদ্মগন্ধি মনের গহীনে কলঙ্ক তাতে লাগে না
কাজল কালো চোখের তলায় লুকিয়ে রাখা সান্ত্বনা
নয়ন মাধুরী অমনি সিক্ত ভুলে গিয়ে সব বেদনা।

4 thoughts on “পদ্মগন্ধি মন

  1. প্রিয় বন্ধুর জন্য মিষ্টিময় অপেক্ষা সত্যি মধুর। আপনার কাব্যে যার ঝলক পড়েছে। শুভেচ্ছা নিবেন প্রিয় কবিদি ইন্দ্রাণী সরকার।

  2. মনে হয়েছে পৃথিবীটা একটা নদী। আর কেয়াপাতার নৌকা যেনো আমাদের মানব জীবন-সংসার জীবন। এ জীবনে কখনো কখনো নেমে আসতে পারে বিরহ-বিচ্ছেদ-উত্তাল ঢেউ কিংবা অমানিশার অন্ধকার। কবি যেনো পথ চেয়ে আছে প্রিয়জনের জন্য হোক যতোই উত্তাল ঢেউ বা অমানিশা।

    আমার বুঝাটা হয়তো কবির সাথে নাও মিলতে পারে। এটাই ভালো কবিতার স্বার্থকতা। কবি কবিতা লিখবেন আর বিভিন্ন পাঠক বিভিন্ন থীম বুঝে থাকবেন।

    সাধুবাদ কবি কে এমন কবিতার জন্য। অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।

  3. "আবীর-রাঙানো মনের বেদীতে ফুলের কী বাহার
    পদ্মগন্ধি মনের গহীনে কলঙ্ক তাতে লাগে না
    কাজল কালো চোখের তলায় লুকিয়ে রাখা সান্ত্বনা
    নয়ন মাধুরী অমনি সিক্ত ভুলে গিয়ে সব বেদনা।"

    ফ্যান্টাস্টিক প্রিয় কবিবন্ধু দেবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।