ইতিহাস


ইতিহাস

ধরো পৃথিবীর মধ্যভাগে রাখা হলো তোমাকেই
সাগর কিংবা মহাশূন্য পাড়ি দিতে হবে না।

পার হয়ে এসেছ হোমো স্যাপিয়েন্স-দের যুগ
আহ্নিক গতি – বার্ষিক গতি কি জানা নেই
উত্তর মেরু – দক্ষিণ মেরু সম্পর্কেও তুমি অজ্ঞ

প্রত্নতত্ত্ব, ভাষাতত্ত্ব, জিনতত্ত্বের মতো জটিল বিষয়
নিয়ে চিৎকার করছে ফারাও খুফুর পিরামিড
কান বন্ধ – দৃষ্টি অন্ধ, তুমি একজন বোবামানুষ

হায়ারোগ্লিফিকে লেখা মিশরীয়দের কৃতিত্ব, আদ
কিংবা সামুদ জাতির ইতিহাস মনে রেখেছে কয়জন?

পকেট উপুড় করে ফেলতে চাচ্ছি সব ইতিহাস
পৃথিবীর একটা অচেনা অন্ধ গুহায়
দৃশ্যের ভেতর যখন জন্ম নিচ্ছে অসংখ্য পাপ, নরকাগ্নি।

4 thoughts on “ইতিহাস

  1. কবিতার গড়ণ যথেষ্ঠ মজবুত। প্রচলিত শব্দ কথার বাইরে কবিতার প্রাসঙ্গিকতায় বিশেষ কিছু উপমা এসেছে যাতে করে লিখাটি আবৃতি শ্রুতির একটি আবহ তৈরী করেছে। :)

  2. যে অবস্থান এবং অবয়বেই রাখা হোকনা কেন ইতিহাস সকল বাঁধার শিকল ভেদ করে জাগ্রত হবেই। এটাই তার ধর্ম। চমৎকার বাস্তবার সংমিশ্রণে কাব্যশৈলী আশা করি সাহিত্যনুরাগীদের রসদ যোগাবে।

  3. মুগ্ধ হলাম কবি দা। হাইলি এক্সক্লুসিভ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।