সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু

-সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু

সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু
তাইতেই দেরাজ গলা; সদর দরজা আগল আঁটা
সদলবলে বুদ্ধি সাঁটা।
এতটুকুতেই দেমাগ ভারি
পা যেন পরে না মাটির ধুলোয়; কবিতা সে তো অবোধ ভারি!
অহঙ্কারে যে পথ হারালি।

সিন্ধুর জলে বিন্দুর ফোটায়
বুদ্ধি আহরণে বিন্দুর মাপন! তাতেই পৃথিবী চনমনে জ্বলজ্বলে
অসীমের সেই সসীমে অট্টহাসি হাঁসে।

এ কি র্নিবোধ? তুচ্ছ মিহি দানা বুদ্ধিসম
তুবও নিঃশেষ হয় না কখনও? জীবনভর ছুঁয়ে থাকে জীবনে
বিন্দু বিন্দু বুদ্ধির তিমিরে মনষ্য প্রাণ।

১৪২৫/আষাঢ়/বর্ষাকাল।

6 thoughts on “সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু

    1. অনেক অনেক ধন্যবাদ ভাই, এই বর্ষায় ভাল থাকুন সব সময়।

  1. সর্বময় জুড়ে থাকো প্রিয় মাটি ও মানুষের কবি প্রিয় বন্ধু আমার। ভালোবাসা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ভালোবাসা যেন বন্ধু, সুখরসে জীবন বাঁচুক।

মন্তব্য প্রধান বন্ধ আছে।