ট্যাগ আর্কাইভঃ জীবনমুখী কবিতা

অতিথি পাখি ও আমরা

বিবেকহীন জিহ্বা বড় বেশী খোঁজে
সুস্বাদু মাংসের স্বাদ
সাথে সস, তন্দুর, সালাদ ও অন্যান্য।

হাজার মাইল বেয়ে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা
অসহায় পাখিগুলো আসে এই চরাচরে
একটু আশ্রয়ের খোঁজে।
একটু উষ্ণতার লোভে।
বাঁচার তাগিদে।

আশ্রয়প্রার্থীর রক্ষক হয়ে ভক্ষক আমরা সুযোগসন্ধানী।
পারিনি তোমাদের রক্ষা করতে,
বরং করেছি উদোর পূর্তি
নানা ব্যঞ্জনে।
রকমারী সাজসজ্জায়।

চরম নির্লজ্জতায় বেহায়াপনার দৃষ্টান্ত হিসাবে
তার ছবি পোষ্ট করছি ফেসবুক আর টুইটারে।

যা মানুষ হিসাবে চরম লজ্জার ও
বিবেকবোধ সম্পন্ন মানুষ হিসেবে চূড়ান্ত বিবেকহীনতার পরিচয়।

সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু

-সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু

সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু
তাইতেই দেরাজ গলা; সদর দরজা আগল আঁটা
সদলবলে বুদ্ধি সাঁটা।
এতটুকুতেই দেমাগ ভারি
পা যেন পরে না মাটির ধুলোয়; কবিতা সে তো অবোধ ভারি!
অহঙ্কারে যে পথ হারালি।

সিন্ধুর জলে বিন্দুর ফোটায়
বুদ্ধি আহরণে বিন্দুর মাপন! তাতেই পৃথিবী চনমনে জ্বলজ্বলে
অসীমের সেই সসীমে অট্টহাসি হাঁসে।

এ কি র্নিবোধ? তুচ্ছ মিহি দানা বুদ্ধিসম
তুবও নিঃশেষ হয় না কখনও? জীবনভর ছুঁয়ে থাকে জীবনে
বিন্দু বিন্দু বুদ্ধির তিমিরে মনষ্য প্রাণ।

১৪২৫/আষাঢ়/বর্ষাকাল।