গাছ লাশ বাহুবলী
একটা আস্ত গাছ খণ্ড হওয়ার মাঝের শূন্যস্থান
একগ্লাস রক্ত খেয়ে ভরাই চুমুকে চুমুকে
আশেপাশে বাহুবলী গিরগিটিরা সস্নেহে তাকায়
ভরা বর্ষায় লুকানো পিঁপড়ের বাসার দিকে,
একে একে ছিঁড়ে যায় সযত্নে লালিত শাখা প্রশাখা
গর্তের নিশ্চিন্ত আরাম ছেড়ে বেরিয়ে আসে কালচে খরিশ
পুতুলেরা হেঁটে যায় : রোবটেরা হেঁটে যায়
রাস্তার পাশে গাছশব বয়ে নিতে লোলুপ এক ছোট হাতি;
নিস্পৃহ ঔদাসীন্যে করাতের এপার ওপারে
দরিদ্র মাটির গায়ে টুকরো হয় গত শতকের অর্থকরী গাছ।
কবিতার শিরোনাম এবং বিষয়বস্তু দুটোই ভালো হয়েছে প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
শুভ সকাল।
খুবি খুশি হলাম প্রিয় ভাই।
অসাধারণ!
ধন্যবাদ সাইদুর রহমান১ ভাই।
সুন্দর বোধের প্রকাশ।
ধন্যবাদ কবি শংকর দেবনাথ।
অসাধারণ হয় আপনার এমন প্রতীকী কবিতা কবি সৌমিত্র চক্রবর্তী।
ধন্যবাদ কবি সুমন আহমেদ।
অনেক ভালো লাগলো প্রিয় কবি,
শুভেচ্ছা জানবেন
শুভেচ্ছা কবি পথিক সুজন ভাই।
"পুতুলেরা হেঁটে যায় : রোবটেরা হেঁটে যায়
রাস্তার পাশে গাছশব বয়ে নিতে লোলুপ এক ছোট হাতি"
——–কফিনে গাছের শব ভরে টেনে নিয়ে যাবে হাতি! নানামুখি অনাচার হবে; এই পৃথিবী বাঁচবেনা !
আগেই বলেছিলাম, মনলতা গৃহে না ফিরলে এসব হবেই!
মনলতা গৃহে ফেরেনা ডেজারট ভাই। জীবনটাই এলোমেলো।
গাছ লাশ বাহুবলী পড়লাম কবি সৌমিত্র চক্রবর্তী।
গাছ লাশ বাহুবলী একটা আস্ত গাছ খণ্ড হওয়ার মাঝের শূন্যস্থান কবি বোন শাকিলা তুবা।
চমৎকার প্রকাশ করেছেন কবি সৌমিত্র দাদা।পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
ধন্যবাদ কবি বোন হাসনাহেনা রানু।