ভার্চুয়াল গালি

ভার্চুয়াল গালি

আজকালকার দিনে সব অনলাইন ভিত্তিক জীবন অনেক সহজ হয়ে গেছে;

আগের দিনের মত দোকান দোকান ঘুরে কাপড়চোপড় পছন্দ করার দিন শেষ হতে চলেছে
দোকানদারের সাথে দরকষাকষি, মন কালাকালির যুগ আর নেই,
সবই এখন অনলাইন;
নেটে নেটে সাইট ঘুরে কাপড় পছন্দ কর
ফিক্সড প্রাইস ট্যাগ লটকানো আছে
ডিসকাউন্টের হাতছানি আছে
পছন্দ হয় তো নিয়ে নেও না হয় তো অন্য সাইটে ঢু মারো;
এখন তো নিত্য কাঁচা বাজারও অনলাইনে
চাল, ডাল, তেল, নুন, সাবান, তরিতরকারি, মাছ মাংস
ঔষধ পত্র, ডাক্তার, কবিরাজ
কি নেই ভার্চুয়ালে?
শুধুমাত্র অসুস্থ হয়ে কিংবা এক্সিডেন্ট করে আধমরা হলে হসপিটালে;

পরিবহণ দরকার? মোবাইলের এপসে ঘরের দোরগোড়ায়
বাসার ড্রাইভার ছুটিতে?
কাজের বুয়া চলে গেছে?
আরে, আরে! সমাধান তো আছে রে
হাতের কাছে,
ঘণ্টা ভিত্তিক, দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক
কাজের বুয়া, ড্রাইভার, মালী, দারোয়ান
শুধু মোবাইল এপস এ একটা টিপ
ক্রেডিট বা ডেবিট কার্ড ঘষে দাও, ঘরের দোরগোড়ায় উপস্থিত;
ঘরের চাবি হারিয়ে গেছে? তালাওয়ালা চাই?
স্যানিটারি মিস্ত্রী, কাঠ মিস্ত্রী, রাজমিস্ত্রি
সব, সব আছে
কার্ড ঘষায় দেরি
ভার্চুয়ালে সব হাতের কাছে;

একাকীত্ব? রাত-সঙ্গী দরকার?
ছেলে চাই না মেয়ে?
নেটে তো আছে – ছবি দেখে বেছে নাও না বাপু
যার যার কার্ডের ক্ষমতা বলে
এখন টাকা কথা বলে না, কার্ড কথা বলে;

ইদানীং অনলাইনে প্রেমের ছড়াছড়ি
বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে ষাট বছরের বুড়ি,
প্রেম জমতেও সময় লাগে না, গলতেও সময় লাগে না
কীবোর্ডে ভালোবাসা, কীবোর্ডেই হতাশা
ভার্চুয়ালে কবুল কবুল
ক্যাম অন করে সোহাগ-রাত,
অনলাইন প্রেমের জয় জয়কার;
অপেক্ষায় আছি, কবে সন্তান জন্ম দিয়ে রেকর্ড গড়বে ভার্চুয়াল।

আজকাল তো টাকার লেনদেনও কমে গেছে
যা দিনকাল পড়েছে!
চোর বাটপার, পকেটমার
ছিনতাই, রাহাজানি
কে আর পকেট ভরা টাকা রাখে?
কার্ড ঘষলেই পছন্দের পণ্য বাড়ি বয়ে;
কে জানে!
হয়তো একটা সময় আসবে কাগজের টাকা দেখা যাবে যাদুঘরে।

গল্প কবিতার বই ছাপা হতো ছাপাখানায়, কোন এককালে ধুন্ধুমার
আজকাল অনেক ছাপাখানা উঠেই গেছে
এখনো অবশ্য কিছু বই ছাপা হয় কাগজে
একুশে বইমেলা
লেখক পাঠক মিলন-মেলা
কবি লেখক সম্মেলন
একুশে বইমেলার বিশাল আয়োজন;
কাগজের বই কিন্তু বিক্রি হয় এই একমাস ধরে
কয়টা পড়া হয়?
বেশীর ভাগ শোভা পায় ঘরের আলমিরাতে
মনে মনে অহংবোধের আনন্দ
– আমার একটা বিশাল লাইব্রেরী আছে
তাতে থরে থরে সাজানো নামী দামী সকল লেখকের বই আছে;
আর আছে কাজের লোক
সপ্তাহে কিংবা মাসে একবার দুবার ঝাড়পোঁছ করে চকচকে রাখে বই এর আলমিরা
বাড়িতে মেহমান আসলে চমকে দিতে হবে না! বই এর কালেকশন দেখিয়ে;
ও অহংকারী ভাই আপনার সমস্ত বই এর কালেকশন এখন মোবাইলে
পি ডি এফ লাইব্রেরীতে
একটা বোতাম চাপলেই চোখের সামনে,
শুধু পড়ার সময় নেই আমাদের কারো
অথচ পুরোটা সময় আমরা মোবাইলে ব্যস্ত
নেটে, ভার্চুয়ালে;

আচ্ছা! অনলাইনে কি কেও কি এই লেখাটা পড়ছে?
নিশ্চয়ই আমায় অকথ্য গালি দিচ্ছে ভার্চুয়ালে;
ভাগ্যিস!
শ্রবণ যন্ত্র আবিষ্কার হয় নি এখনো ভার্চুয়াল গালি শোনার।

6 thoughts on “ভার্চুয়াল গালি

  1. "ভাগ্যিস!
    শ্রবণ যন্ত্র আবিষ্কার হয় নি এখনো ভার্চুয়াল গালি শোনার।" হুম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

  2. জীবন বাবু'র কবিতা মানেই সমকালীন আর বেশ হৃষ্টপুষ্ট হবে এটা জানা কথা। এই একটা মানুষের ভিতর কত কথা যে লুকিয়ে থাকে ঈশ্বর মালুম। নমষ্কার বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. হা হা হা হা

       

      আমাদের সবার ভেতরই কথা থাকে রে

      কিছু খোলা কিছু লুকানো

      কিছু পড়া যায় কিছু রয়ে যায় দুর্বোধ্য 
       

      আমার কথা মাইন্সে বুঝে কম গাইল দেয় বেশি 
      আমি কান বন্ধ কইরা রাখি 

      ভালো থাকো তুমি 

       

  3. প্রথমে কবিতাটার দীর্ঘতাটা দেখলাম।

    তারপর পড়তে শুরু করলাম।

    কী আজব! কবিতা শেষ হলো কখন?

    বেশ আনন্দদায়ক! উপভোগ্য! সমকালীন এবং একটু ভিন্ন ধাচঁ!

     অশেষ মুগ্ধতা! অনেক শুভকামনা এবং শুভেচ্ছা!!!!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।