হাসি

বাবা একটু ঘারটা কাত করো.. এই আমি ধরছি.. একটু কষ্ট করে কাত করো বাবা..হাসো… এইতো আর একটু হাসো… আমার লক্ষিইইই বাবা… এইতো সুন্দর সেলফি… চমতকার.. হাসো হাসো…

রফিক সাহেব মৃত্যুশয্যায়। দম বন্ধ হয়ে আসছে। তীব্র তৃষ্ণায় বুক ফেঁটে যাচ্ছে। তবু পুত্রের সাথে শেষ সেলফি তোলার জন্য তিনি হাসতে চেষ্টা করছেন।

4 thoughts on “হাসি

  1. শিক্ষার আলো এবং বিবেকের বোধ মানুষের কাছ থেকে চলে যাচ্ছে।

    প্রিয় সাইদ ভাই, বলতে পারেন কি কিয়ামতের কতো দিন বাকি আছে!

    অনেক সুন্দর থীমhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।