পরিসীমা

পরিসীমা

শৈশবে তুই রংবেরঙ ফুল
কৈশোরে হও নিটোল দীঘির জল
বয়স সন্ধি চপলা এক নদী
মনের কথা কার কাছে কই বল

যখন তখন ঝরনার হাসি হেসে
গড়িয়ে পরিস পাথর গুলোর গায়
পাথর বুকে কতটা জল ধরে
চল ভেসে যাই
আমার ছোট নাও এ।

একটা আকাশ বুকে নিয়ে
চোখের কোনে মেঘ
সবুজ বনে দাবানল হয়
ঘার ঘুরিয়ে দেখ

শহর জুড়ে অষ্ট প্রহর
মিছিল চলে রোজ
পুলিশ গুলো লাঠি হাতে
চাইছে প্রেমের খোঁজ

যাচ্ছে কেটে সময় গুলো
দিনে এবং রাতে
ভাবছি চুলে জট পাকাবো
বট বৃক্ষের সাথে।

___________________
কুবিতা ০৯/০৭/২০১৮

8 thoughts on “পরিসীমা

  1. হাহাহা এটা কুবিতা নয় স্যার কবিতা। কবিতার সম্মানে ঠিকই ভুষিত হবে। বিশ্বাস করি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. কেমনে কি?

      আমি কবিতা লিখতে পারি না।

      ভালোবাসা থাকলো

       

  2. নমস্কার মন দা। না আসলে মন্তব্য দিবো না। :)

    1. সরি আমি সময় পাইনা মন্তব্য গুলোর উত্তর দিতে,তবুও জানি ভালোলাগার লোক গুলো কথনো হারিয়ে যায় না।

      শুভকমনা থাকলো।

       

  3. প্রিয় কবি খেয়ালী মন, আপনার কবিতায় আপনি যা বোঝাতে চেয়েছেন হয়তো অতোটা পরিপক্ক জ্ঞান আমার এখনো হয়ে ওঠেনি।

    শুধু এটুকু বলবো, সুবীর নন্দীর একটা গান হয়তো শুনে থাকবেন, "পৃথিবীতে প্রেম বলে কিছু নেই"।

    আসলে সময়টা এখন এমনই যে, যার টাকা এবং ক্ষমতা আছে তার জন্যই প্রেম,নারী এবং সব কিছু।

    শুভেচ্ছা ও শুভকামনা রইলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. প্রতিটি লেখার অর্ধ বুঝে নেয়ার স্বাধীনতা পাঠকের।

      ধন্যবাদ ও শুভকমনা 

মন্তব্য প্রধান বন্ধ আছে।