কবিতার কথা আর কাকে বলি

কবিতার কথা আর কাকে বলি

কবিতার কথা আর কাকে বলি…..
সবাই মুখ লুকিয়ে নেয় দ্বিপান্তর;
যতোটা প্রকাশক, ঠিক ততোটাই ঘাতক পাঠকের অন্তর!

তবুও আমি সস্তা ভালোবাসার লোভে শব্দদাহ করি
চেরাপুঞ্জি থেকে ঘাড়ধরা করে নিয়ে আসি
অসুর্যস্পর্শা রমণীর মতোন কিছু সুডৌল বাক্য; কী হয় তাতে?
কবিতা আমাকে যন্ত্রণা দেয়, মন্ত্রণা দেয়
পোড়ায় লক্ষীন্দরের বাসর
আমি কি পাঠকের অন্তর, কিঞ্চিৎ দিতে পেরেছি মন্তর?

পারিনি।
ডুমুর শাখায় বসে থাকা, নাম-গোত্রহীন পাখিটির মতো আমিও এখন নির্জীব একা।
পাশ ঘেঁষে রাজকীয় কাকেদের মতো কতোজন হেঁটে যায়
কতো কতো পাখি খুঁজে নেয় সুখের আবাসন
আকাশ থেকে খসে পড়ে চটকদার কিছু বিজ্ঞাপন
সবাই জানে আমিও তাদের মতো কবি হতে চাই…..
আমিও হতে চাই অধুনা তাঁতকলের মাকুর
অথবা
একটি প্রভুভক্ত অশিক্ষিত শিকারি কুকুর!!!

4 thoughts on “কবিতার কথা আর কাকে বলি

  1. "অসুর্যস্পর্শা রমণীর মতোন কিছু সুডৌল বাক্য; কী হয় তাতে?
    কবিতা আমাকে যন্ত্রণা দেয়, মন্ত্রণা দেয়
    পোড়ায় লক্ষীন্দরের বাসর।" ___ চমৎকার কবিতা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. আমি যা বুঝলাম তা আমার মাঝেই থাক।

    শুধু এটুকু বলতে চাই জীবনানন্দের মতো স্কলার তাঁর জীবদ্দশায় তিনি তাঁর কবিতার স্বীকৃতি বা খ্যাতির দেখা পান নি। তিনি যে বিখ্যাত হয়েছেন তা উনার অজানাই রয়ে গেলো। উনার মৃত্যুর পর তিনি বিখ্যাত হয়েছেন।

    প্রশ্নঃ কেনো?

    উত্তরঃ আপনার এই কবিতার যে শেষ দুটি লাইন আছে, জীবনানন্দ তাঁর জীবদ্দশায় সেটা হন নি।

    দ্রষ্টব্যঃ আমি নিজেও একজন অকবি টাইপের কবি। কবিদের সর্বশেষ কাতারে হলেও আছি। তাই কোনও কবিকে অবমাননা করার সাহস বা মানসিকতা আমার নেই। আমি বলতে চেয়েছি কবিতা যেমন তেমন হাইলাইটে আসতে হলে যে লিয়াজো মেইন্টেইন/তৈল মর্দন আরও আপনি যা লিখেছেন – এগুলো যে করতে হয়, তা কবি জীবনানন্দ করেন নি।

    ধন্যবাদ প্রিয় জসীম ভাইকে একটি সুক্ষ বিষয় নিয়ে কবিতা লেখার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

  3. সময়ের দোলাচলে কাব্যগৃহে সবারই আশ্রয় হবে প্রিয় কবি বন্ধু। কেননা, কাব্য হলো প্রতিটি মানুষের আত্মখোরাক। যার স্বাদ জীবনে সবাকেই নিতে হয়। চমৎকার আয়োজন আপনার কাব্যে। সমসাময়িক বার্তা দিলেন। ধন্যবাদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।