বিজয়া
ভাঙা প্যান্ডেলের খাঁজে খাঁজে লেগে থাকা মায়ের আলতা—
সোনায় মোড়া মাটির দেহ ভেঙে জলের তলায়
ঢাকের বাজনার অন্তিম দীর্ঘনিশ্বাস-
ঠিক কোন গর্ভবতী নারীর নবম মাসের শেষ স্বাদ খাওয়া।
#
হাজার প্রদীপের জ্বলে উঠা আবার নিভে যাওয়া-
শঙ্খধ্বনিতে বিশাল বিসর্জনের শোভাযাত্রা।
লক্ষ টাকার লুটানো আনন্দ-
পাঁচটাকার লাল সিঁদুরে রাঙানো গরিবের রুগ্ন সিঁথি ¡
#
ছেঁড়া শাড়ির আঁচল হতভম্ব, কম্পিত ,লজ্জিত ,অভুক্ত, ভালোবাসার ক্ষিদে মেটাতে
বাটি হাতে রাস্তার কোণায় দাঁড়িয়ে।
বাস্তবতা দিদি ভাই। আদাব।
"শঙ্খধ্বনিতে বিশাল বিসর্জনের শোভাযাত্রা।
লক্ষ টাকার লুটানো আনন্দ-
পাঁচটাকার লাল সিঁদুরে রাঙানো গরিবের রুগ্ন সিঁথি !!" __ অসাধারণ প্রকাশ।
হাজার প্রদীপের জ্বলে উঠা আবার নিভে যাওয়া-
শঙ্খধ্বনিতে বিশাল বিসর্জনের শোভাযাত্রা।
লক্ষ টাকার লুটানো আনন্দ-
পাঁচটাকার লাল সিঁদুরে রাঙানো গরিবের রুগ্ন সিঁথি ¡