পূজোপ্রেম-১

পূজোপ্রেম—১

তাকিয়ে থাকা বঁড়শির কাঁটা-
ফুচকার দুদিকে খোলা আলুমাখা।
হাতে হাত লাগানো প্রথম কারেন্ট শক্-
ঘুরতে ঘুরতে খুঁজে পাওয়া হারানো সপ্তমীর জুতো।

#
মিডিয়ার পূজো বৈঠকে গানের হাসি-
সেলিব্রিটি ঠাকুর দেখা টিভিতেই খুশি?
অষ্টমীতে অঞ্জলীর তাজা ফুলের গন্ধে
রবীন্দ্রসুরে স্লো প্রেমের তীব্র অনুভূতি-
আছড়ে পড়া কানের বড় দুল, শাড়ির আঁচল, ব্লাউজের হুক,
হাতের ব্রেসলেট ছিঁড়ে মেশানো ছেঁড়া গাঁদার সদ্য চকচকে পাপড়ির দীর্ঘশ্বাস।

5 thoughts on “পূজোপ্রেম-১

  1. তাকিয়ে থাকা বঁড়শির কাঁটা-
    ফুচকার দুদিকে খোলা আলুমাখা।——চমৎকার 

  2. বরাবরের মতো সুন্দর লিখা। অভিনন্দন প্রিয় কবি অরুণিমা মণ্ডল। শুভ সন্ধ্যা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. লেখায় উপমার ব্যবহার অসাধারণ দিদি ভাই। শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।