পৃথিবী একটি কবরের নাম

পৃথিবী একটি কবরের নাম

যেদিন আমি তোমাদের মত বুলেট গিলতে শিখে যাবো
মনে রেখো সেদিন আমিও বুলেট হয়ে রাঙানো ধরণী
একে একে গিলে খাবো তাবত পৃথিবীর জীব ও জড়
ক্ষুধার্ত হায়েনার মতো আমিও ভুলে যাবো বিচার বুদ্ধি।

এটাও বিশ্বাস করি,
যেখানে সংগত কারণ রেখেই পৃথিবীকে জানাবো বিদায়
সেখানে তুমিও একদিন আমারই মতো করবে হাহাকার,
যেভাবে সত্যকে মিথ্যে বলছো, মিথ্যেকে বলছো সত্য!

কি হাস্যকর পৃথিবী আর পৃথিবীর ক্ষমতা,
ভুল ক’রে হত্যা আর কতোদিন, এটা তো প্রথম নয়
প্রতিবার আঙ্গুল তুলে বলো, অপরাধীর বিচার হবে! কিন্তু
সাগর রুনি গেলো, তনু গেলো, আরও গেলো মিতু;
লিমন হারালো পা, বলতে পারো; কোথায় অপরাধী?

এরপর একরামুল, গাছ না কেটে ছাটাই হচ্ছে ডাল!
আচ্ছা বলতে পারো হত্যাই কি প্রকৃত সমাধান?
জানি কোনো সদুত্তর নেই তোমাদের, টিয়া পাখির মতো
কয়েকটি বুলী ছাড়া তোমাদের আর কি-ই-বা আছে?

মৃত্যুকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না, তোমরা
আজ আর মানুষে মানুষ নেই, ভিন্ন প্রজাতির হিংস্র কোনো দানব।

শুনেছি কিছু মানবতাবাদীর মমতা হত্যার পরই জেগে ওঠে
ক্ষুধায় যেমন শিশু বাচ্চারা কেঁদে উঠে, পেট ভরলে নিরব হয়ে যায়,
আজকাল বুদ্ধিজীবীর বুদ্ধির প্রসারও তেমনি টকশোর চায়ে
যা কিছু বললেই তা দ্বিগুণ হয়ে যায় পরমাণুর অণুতে অণুতে!

অতঃপর, পৃথিবীর বুকে পৃথিবীই আরেক কবর।

আমিনুল ইসলাম রুদ্র সম্পর্কে

মোঃ আমিনুল ইসলাম রুদ্র, জন্ম : ১৪ জানুয়ারি, ১৯৮১। ডাক নাম রুদ্র আমিন (Rudra Amin)। একজন বাংলাদেশ কবি, লেখক ও সাংবাদিক। নক্ষত্র আয়োজিত সৃজনশীল প্রতিযোগিতা-২০১৬ কবিতা বিভাগে তিনি পুরস্কার গ্রহণ করেন। জন্ম ও শিক্ষাজীবন মোঃ আমিনুল ইসলাম রুদ্র ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে এসএসসি ও মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন। কর্মজীবন মূল পেশা থেকে দূরে সরে গিয়ে তিনি লেখালেখি এবং সাংবাদিকতায় জড়িয়ে পড়েন। তিনি প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। কাজ করেছেন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায়। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজপোর্টাল নববার্তা.কম এর প্রকাশক ও সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি উইকিপিডিয়াকে ভালোবেসে উইকিপিডিয়ায় অবদানকারী হিসেবে উইকিপিডিয়া অধ্যয়নরত আছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : যোগসূত্রের যন্ত্রণা (২০১৫); আমি ও আমার কবিতা (২০১৬); বিমূর্ত ভালোবাসা (২০১৮); অধরা- সিরিজ কবিতা (২০২০) প্রকাশিত গল্পগ্রন্থ : আবিরের লালজামা (২০১৭)। আমার সকল লেখা পড়তে ভিজিট করুন : রুদ্র আমিন

3 thoughts on “পৃথিবী একটি কবরের নাম

  1. বাংলাদেশকে যদ্দুর জানি, নিরেট বাস্তবতা উঠে এসেছে কবিতায়। শুভ সকাল কবি দা।

  2. "মৃত্যুকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না।" চিরন্তন সত্যকে কে অস্বীকার করে কবি !! তারপরও ভালো থাকতে হবে আমাদের। চিন্তা চেতনায় সত্যকে ধারণ করতে হবে। শুভ সকাল।

  3. "যেদিন আমি তোমাদের মত বুলেট গিলতে শিখে যাবো
    মনে রেখো সেদিন আমিও বুলেট হয়ে রাঙানো ধরণী
    একে একে গিলে খাবো তাবত পৃথিবীর জীব ও জড়
    ক্ষুধার্ত হায়েনার মতো আমিও ভুলে যাবো বিচার বুদ্ধি।"

    চমৎকার লিখেছেন প্রিয় কবি রুদ্র আমিনhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।