পৃথিবী একটি কবরের নাম
যেদিন আমি তোমাদের মত বুলেট গিলতে শিখে যাবো
মনে রেখো সেদিন আমিও বুলেট হয়ে রাঙানো ধরণী
একে একে গিলে খাবো তাবত পৃথিবীর জীব ও জড়
ক্ষুধার্ত হায়েনার মতো আমিও ভুলে যাবো বিচার বুদ্ধি।
এটাও বিশ্বাস করি,
যেখানে সংগত কারণ রেখেই পৃথিবীকে জানাবো বিদায়
সেখানে তুমিও একদিন আমারই মতো করবে হাহাকার,
যেভাবে সত্যকে মিথ্যে বলছো, মিথ্যেকে বলছো সত্য!
কি হাস্যকর পৃথিবী আর পৃথিবীর ক্ষমতা,
ভুল ক’রে হত্যা আর কতোদিন, এটা তো প্রথম নয়
প্রতিবার আঙ্গুল তুলে বলো, অপরাধীর বিচার হবে! কিন্তু
সাগর রুনি গেলো, তনু গেলো, আরও গেলো মিতু;
লিমন হারালো পা, বলতে পারো; কোথায় অপরাধী?
এরপর একরামুল, গাছ না কেটে ছাটাই হচ্ছে ডাল!
আচ্ছা বলতে পারো হত্যাই কি প্রকৃত সমাধান?
জানি কোনো সদুত্তর নেই তোমাদের, টিয়া পাখির মতো
কয়েকটি বুলী ছাড়া তোমাদের আর কি-ই-বা আছে?
মৃত্যুকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না, তোমরা
আজ আর মানুষে মানুষ নেই, ভিন্ন প্রজাতির হিংস্র কোনো দানব।
শুনেছি কিছু মানবতাবাদীর মমতা হত্যার পরই জেগে ওঠে
ক্ষুধায় যেমন শিশু বাচ্চারা কেঁদে উঠে, পেট ভরলে নিরব হয়ে যায়,
আজকাল বুদ্ধিজীবীর বুদ্ধির প্রসারও তেমনি টকশোর চায়ে
যা কিছু বললেই তা দ্বিগুণ হয়ে যায় পরমাণুর অণুতে অণুতে!
অতঃপর, পৃথিবীর বুকে পৃথিবীই আরেক কবর।
বাংলাদেশকে যদ্দুর জানি, নিরেট বাস্তবতা উঠে এসেছে কবিতায়। শুভ সকাল কবি দা।
"মৃত্যুকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না।" চিরন্তন সত্যকে কে অস্বীকার করে কবি !! তারপরও ভালো থাকতে হবে আমাদের। চিন্তা চেতনায় সত্যকে ধারণ করতে হবে। শুভ সকাল।
"যেদিন আমি তোমাদের মত বুলেট গিলতে শিখে যাবো
মনে রেখো সেদিন আমিও বুলেট হয়ে রাঙানো ধরণী
একে একে গিলে খাবো তাবত পৃথিবীর জীব ও জড়
ক্ষুধার্ত হায়েনার মতো আমিও ভুলে যাবো বিচার বুদ্ধি।"
চমৎকার লিখেছেন প্রিয় কবি রুদ্র আমিন
