মেহেদীপাতার উচ্ছ্বাস

মেহেদীপাতার উচ্ছ্বাস

মাটির উল্লাসটা বিড়ালের মতো দিয়ে গেলো দৌড়
মেহেদী পাতার আকাশ মেলেছিল রঙের মোড়-
রাঙা হাতের চিহ্নটুকু স্পর্শ করে গেছে কেল্লাঘাস
আহা ঢেউ তুলেছে যমুনার তিলকতমা জলহাঁস;

জলহাঁস ছুটছে ঢেউয়ের আগে কিংবা সূর্যকিরণ
বেঁচে থাকার কুকুরলেচ হয় কি আর ফুলেল বেশ-
অতঃপর স্বীকার উক্তি বয় মেহেদীপাতার উচ্ছ্বাস
থেমে যায় ঘন কুয়াশায় বিড়াল দৌড়ের নিঃশ্বাস।

_________
১১-০৭-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “মেহেদীপাতার উচ্ছ্বাস

  1. বেশ ভাব গাম্ভীর্যে লিখার অবয়ব তৈরী হয়েছে। সুখপ্রদ পঠন। অভিনন্দন প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. মাটির উল্লাস থেকে তিলোকতমা জলহাঁস; অতঃপর মেহেদীপাতার উচ্ছ্বাস….
    এক চমকপ্রদ অনুভূতি।
    অনেক ভালো লাগা রইলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3.   জলহাঁস ছুটছে ঢেউয়ের আগে কিংবা সূর্যকিরণ
    বেঁচে থাকার কুকুরলেচ হয় কি আর ফুলেল বেশ-

    * কবি, ভালো লাগা রেখে গেলাম…

  4. দারুণ মননের অসাধারণ প্রকাশ। শুভেচ্ছা প্রিয় কবিকেhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  5. মন্তব্যের উত্তর নাই। কেন কবিবাবু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।