জানতে ইচ্ছে করে

জানতে ইচ্ছে করে

তোর কাছে কিছু ছিলো আমার
আমার কাছে তোর
অর্থ নয় বিত্ত নয়
শুধুই মনেতে মন ক্ষয়;

লাভ লোকসানের হিসেব করিনি কখনো আমরা,
না তুই না আমি
ইচ্ছাকৃত মন ক্ষয়ে কেমন জানি এক অনুভব, সুখ সুখ
আর ছিলো আমাদের দুজনার ভয়াবহ প্রেমের অসুখ;

সময়ের স্রোতে সময় হারিয়েছে
নদীর স্রোতে গড়িয়েছে জল
জীবন স্রোতে কাছে এসেছে কতজন
মরণের স্রোতে হারিয়েছে আপনজন,
একদিন খুব হঠাৎ তোর জীবন থেকে হারিয়ে গিয়েছিলাম আমি
হারিয়ে ফেলেছিলাম আমিও তোকে
চোখের আড়ালে যোজন যোজন দূরে আমরা
তবুও তুই এখনো রয়ে গিয়েছিস কোথায় জানি আমার বুকে;

সময় হারিয়ে যায়
মানুষ হারিয়ে যায়
কই? অনুভূতি তো হারাই নি আমি
আচ্ছা! ভালোবাসা কি হারায়?

অনেক হারানোর মাঝে কেন জানি তুই
এখনো আমার পুরো অস্তিত্ব জুড়ে,
আচ্ছা! আমায় কি তোর মনে পড়ে?
মাঝে মাঝে বড্ড জানতে ইচ্ছে করে।

6 thoughts on “জানতে ইচ্ছে করে

  1. "অনেক হারানোর মাঝে কেন জানি তুই
    এখনো আমার পুরো অস্তিত্ব জুড়ে,
    আচ্ছা! আমায় কি তোর মনে পড়ে?
    মাঝে মাঝে বড্ড জানতে ইচ্ছে করে।" ___ কবিতার সার্থকতা এখানেই নির্বাসিত মানুষ। :)

  2. "সময়ের স্রোতে সময় হারিয়েছে
    নদীর স্রোতে গড়িয়েছে জল
    জীবন স্রোতে কাছে এসেছে কতজন
    মরণের স্রোতে হারিয়েছে আপনজন,"

    বাহ! খুব ভাল লাগল। শুভেচ্ছে প্রিয় কবি যাযাবর (শহরঃচাঁদ, দেশঃ চাঁদ https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif)

মন্তব্য প্রধান বন্ধ আছে।