সমাজমনস্ক সুকুমার রায় – বহুমুখী প্রতিভার সমন্বয়

সমাজমনস্ক সুকুমার রায় – বহুমুখী প্রতিভার সমন্বয়

সুদূর চর্যাপদের আমলে বাংলায় সাহিত্য চর্চার প্রারম্ভিক অবস্থান। কাল বিবর্তনের সঙ্গেই ঘটেছে সাহিত্যের ক্রমবিবর্তন। ক্রমশই বাংলা সাহিত্য ধর্মপ্রাণতা ছেড়ে ঝুঁকেছে সমাজ মনস্কতার গভীর বিশ্লেষণে। একের পর এক শক্তিশালী সাহিত্যিক সমৃদ্ধ করেছেন বাংলা ভাষাকে, প্রেরণা দিয়েছেন বাঙালি জাতিকে। এঁদের অন্যতম হয়েও এক ভিন্নতর মর্যাদার উৎসমুখে অবস্থান করছেন সুকুমার রায়।

ব্রাহ্মসমাজের উজ্জ্বল জ্যোতিষ্ক স্বাধীনচেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের মেয়ে বিধুমুখী দেবী এবং বাংলা সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে বহুমুখী প্রতিভা কিশোর সাহিত্য সম্রাট উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দ্বিতীয় সন্তান সুকুমারের জন্ম কলকাতায়। ১৮৮৭ খ্রীষ্টাব্দে কলকাতাতেই স্কুল এবং কলেজে রসায়ন ও পদার্থবিজ্ঞানে ডাবল অনার্স নিয়ে বিএসসি পাঠক্রম শেষ করে তিনি ১৯১১ সালে মুদ্রণ শিল্পে উচ্চতর শিক্ষালাভের উদ্দেশ্যে লন্ডন যাত্রা করেন। কৃতিত্বের সঙ্গে সে কাজ সমাধা করে ফিরে এসে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন তিনি।

বাবারই মতোই তাঁরও ছিল বহুমুখী প্রতিভা। সাহিত্য সৃষ্টিতে, চিত্রশিল্পের অভিনব ঘরানায়, মুদ্রণ শিল্পে, ব্রাহ্মসমাজ পুনর্গঠনে বা বিজ্ঞানে তাঁর গভীর অভিনিবেশ লক্ষ্য করার মত।

(চলবে)

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

2 thoughts on “সমাজমনস্ক সুকুমার রায় – বহুমুখী প্রতিভার সমন্বয়

  1. সমাজমনস্ক সুকুমার রায়। নিশচয়ই তিনি বহুমুখী প্রতিভার সমন্বয়। ___ পড়ে চলেছি প্রিয় কবি সৌমিত্র। চলুক। শুভ সকাল। :)

  2. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।

    চলুক কবি সুকুমার রায় এর জীবন কাহিনীhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।