অযথাই বাড়াইছি আবেগের আনাগোনা
যদি আসমান ভাইঙ্গা পইড়তো
যদি জমিন ফাইট্টা চৌচির হইতো
তখন তুমি বুঝতা দহন কাহারে কয়!
এখনোতো সোনার চামচ নামেনি মুখ থেইকে
এখনোতো মুছেনি পীযুষ দুধের ঘেরান
এখনো দুলছ দোলনায় দিনমান… তুমি কি কইরে
বুঝবা আমাগো লাহান হত দরিদ্রের কষ্ট-নির্বাণ!
ক্যামনে বুঝবা?
বিরান মরু চরের মতন-ক্যান ধু ধু করে পরাণ
ক্যান অন্তরে- আষাঢ়ের ঝড়ের মতন উথাল পাতাল করে?
বানের জলের তোড়ে ধসে পড়ে দোচালা ঘর-পাখির নীড়
কইতে পারবা?
বুকের ভেতর- ক্যান অবিরাম ঘাই মারে দুর্ধর্ষ কুমির!
চান্দের সম্রাজ্ঞী তুমি-
মাথার উপর তারার ঝালর, চরণ তলে সোনা মেঘের ভেলা
কতবার বাড়াইছি হাত , পেতেছি বুক- স্বপ্ন বোনার রাইতে
অযথাই বাড়াইছি আবেগের আনাগোনা হাড় কাঁপা শীতে!
________________
দা উ দু ল ই স লা ম
"ক্যামনে বুঝবা?
বিরান মরু চরের মতন-ক্যান ধু ধু করে পরাণ
ক্যান অন্তরে- আষাঢ়ের ঝড়ের মতন উথাল পাতাল করে?"
অনবদ্য এক সৃষ্টি উপহার দিয়েছেন। অভিনন্দন অভিনন্দন এবং সালাম প্রিয় স্যার।
আন্তরিক ধন্যবাদ ও সতত শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় জন
ভালো থাকুন সবসময়…..

"বুকের ভেতর- ক্যান অবিরাম ঘাই মারে দুর্ধর্ষ কুমির!
চান্দের সম্রাজ্ঞী তুমি-
মাথার উপর তারার ঝালর, চরণ তলে সোনা মেঘের ভেলা
কতবার বাড়াইছি হাত , পেতেছি বুক- স্বপ্ন বোনার রাইতে
অযথাই বাড়াইছি আবেগের আনাগোনা হাড় কাঁপা শীতে!"
বাহ! চমৎকার! যে কষ্ট দ্যাখেনি বাস্তবের নির্মম কশাঘাত দ্যাখেনি সে কখনো বোঝে না সেটা কি।
শুভেচ্ছা প্রিয় কবি

দারুণ বললে কম বলা হবে; অসাধারণ শব্দ ঠিক আছে কবি দা।