ড্রাকুলা

: মামুর বেটা, তুকে কে বুললো যে কাউন্ট ড্রাকুলা মইরেছে?

: ক্যান, শিনেমায় দেইখেছি, তুমি দাখ্যো নাই?

: শিনেমায় দেখালেই হলো না কি!

: শিনেমায় দেখালে হবেনা ক্যানে?

: মামুর বেটা, শিনেমায় দেখায় হিরোইন আসমান থেকে ঝপাক করে নেমে হিরোর সাথে কপাক কপাক ড্যানষ করে। তুর হেরোইন ঝপাক করে নেমে তুর সাথে কপাক কপাক ড্যানষ করেছিলো না কি?

: তুমি কি বুলছো কাউন্ট ড্রাকুলা মরে নাই?

: হুম, মরে নাই। জিন্দা আছে। গন্ডায় গন্ডায় ছিলে-পুলে নাতি- নাতনি লিয়ে এ দেসে ষুখের শংশার পেতেছে। ওর বংষ দিনে দিনে কত বড় হয়েছে, জানিশ!

: কি বুলছো তুমি! ডরে আমার বুক যে ধুকপুকাচ্ছে! ওরা আমাদের দেসে কি করে?

: কাউন্ট ড্রাকুলা পংগু হাশপাতালের শামনে একটা ব্লাড ব্যাঙ্ক দিয়েছে। ডাইরেক্ট রক্তের বিযনেশ করে। ওর তিনশো ত্রিশটা ছিলে-পুলে শংশদে শার্ভিশ দেয়। নাতি নাতনিরা পুলিস রেবে বিসাল বিসাল পদে চাকুরী করে। ব্যাবশা করে। রাজনীতি এদের ফ্যামিলী বিযনেশ।

: মামুর বেটা, তুমি কাকে লাড়তে কাকে লাড়ছো! আসল ড্রাকুলাদের ক্ষেপিয়ে তুলছো।

: ক্ষেপাবো ক্যানে! আমিতো তাদের পক্ষে এডভ্যাটাইস করছি। আমার সাথে টপাক টপাক কইরে শোলোগান দে- যায় যদি যাক প্রাণ, ড্রাকুলার গোষ্ঠী ভগবান।

: যায় যদি যাক প্রাণ, ড্রাকুলার গোষ্ঠী ভগবান।

4 thoughts on “ড্রাকুলা

মন্তব্য প্রধান বন্ধ আছে।