মান ভাঙ্গার গান

// মান ভাঙ্গার গান //

====================
তোরা গেয়ে যাবি যা
এক কাঁঠাল চুরির গান-
আমজনতা হারিয়ে যাবি যা –
শুধু নদে ডেকে বান।

ঐ আঁকাবাঁকা পথের মাঠে
খেলিস কত কাঁটা হলির খেলা-
মানিস না তো শাসন বারন
করিস হাজার ভুলের বৃন্দাবন;

সারিবন্ধ দুর্বল ঘাসের মাটি
গাঁয়ের পানে দেখে যাবি যা না
একঝাঁক কানামাছির ছুটাছুটি
তবুও তোরা নদে ভাঙ্গিস মান।
১৫-০৭-১৮
————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “মান ভাঙ্গার গান

  1. প্রকৃতি এবং মানুষের কবিতা। অভিনন্দন কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি – প্রিয় মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———

  2. সুন্দর। পেছনের বেশ কিছু লেখায় দেখলাম আপনার পোস্টে করা মন্তব্যের উত্তর নাই। কেন কবিবাবু !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :( https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ক্ষমার দৃষ্টি কারণ

      অফিসের ব্যস্ততার চাপে আর মন্তব্য করা হয় না

      উত্তর দেওয়া যায় না-

      আশা রাখি ভাল থাকবেন দিদি

    1. জ্বি  – প্রিয় হুসাইন দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।