এক অমাবস্যা রাতে গিয়েছিলুম স্বপ্নস্নানে
পথের মাঝে দেখতে পেলুম বেহুলারে
বলেছিলো সন্ধ্যা তারা নয়; স্বপ্ন আছে অমাবস্যার মাঝে
হতে পার যদি বিবাগী, আকাশ ছুঁয়ে দেব তোমাকে ।
বেহুলার কথায় পথ চলা আজো থামেনি আমার
পথের সাথে আমি যেন হয়ে যাচ্ছি একাকার;
সেথায় নয়; অন্য কোথাও! সন্ধান পাইনি আজো
বন্ধু হবে কি তুমি! চলো; সঙ্গে চলো ।
জান কি তুমি খুঁজো কারে? কোন সীমানায়
দেখা পেলে বলে দাও অবলীলায়; আমিতো চাইনি তোমায়,
তবে খুঁজি কারে! আজো জানা হয়নি আমার
বিশ্ব মাজারে চলি, শুধু চলি নিরন্তর ।
থিম, শব্দভাব এবং গতি এই তিনটির সন্নিবেশ কবিতাকে করেছে অনেক প্রাণবন্ত। অভিনন্দন স্যার। শুভ সকাল।
* সুপ্রিয় মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ।
শুভরাত্রি।
সুন্দর গীতিকাব্য –
অনেক শুভেচ্ছা নিবেন কবি দা
* ধন্যবাদ প্রিয় কবি।
মুগ্ধ চোখে পড়লাম কবি দা। আপনার কবিতায় যে আমেজ; এমনটা অন্যের কবিতায় পাওয়া যায় না। আপনি স্বতন্ত্র।
* প্রিয় কবি দি, শ্রদ্ধা সতত…
শুভরাত্রি।