নিরঞ্জনের না বলা কথা – ৯

সেদিনও বৈশাখের প্রথম দুপরটাতে
আকাশ ভাঙা রোদ্দুর ফুটেছিলো।
বটতলার মেলায় উঠেছিল
মুড়ি-মুড়কি, মাটির পালকি
সানকিতে সানকিতে পান্তা ইলিশ।

দু’হাত ভরা সবুজ কাঁচের চুড়ি
পরনে লাল পারের সাদা শাড়ি,
যত্নে বাঁধা কালো খোঁপায় গোঁজা
টকটকে রক্তজবা।
আমি বাহ বলতেই-
দু’চোখে আগুন নিরঞ্জনের!

নিজেকে সামলে শুধু বললো-
” বিপাশার দিকে তোর কি
না তাকালেই নয়, অরুণ?”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

5 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ৯

  1. এই তো নিরঞ্জন আর বিপাশা'কে পাওয়া গেলো। :) লিখাতে দুটো চরিত্র যখন সক্রিয় থাকে সেই লিখা পাঠক সহজে ভুলতে পারেন না। আত্মিক এক সম্পর্ক গড়ে উঠে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ঘুম ঘুম চোখে জানালাটা খুলে দিলাম। একটা মিষ্টি হাওয়া আমাকে আচমকা ভিজিয়ে গেল। তাকিয়ে দেখি, আমার ঘরটা প্রশান্ত মহাসাগরের ধারে। নিরঞ্জনের সাগর!   

    কী লিখেছেন এটা? আমি ভীষণ মুগ্ধ!

  3. ” বিপাশার দিকে তোর কি
    না তাকালেই নয়, অরুণ?”

    অপুর্ব !!!

    শুভেচ্ছা ও শুভকামনা কবি রোমেল আজিজhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।