নিরঞ্জনের না বলা কথা – ১৪

আমরা কখোনোই অরণ্যচারী ছিলাম না,
ঋতু পরিবর্তনের শেষ রাতের
জ্বরের মতোই বন্ধুত্ব ছিল আমাদের।

গ্রামের সাপ্তাহিক হাঁট
হেমন্ত শেষে মেলা,
সন্ধ্যায় নীড়ে ফেরা পাখি,
অগ্রহায়ণের সকাল বেলার
ঘাসের ডগায় জলের ঝিকমিক,
এসব ঐসব সেসব দেখেই
কেটে যেতো দিন গুলি।

কোন এক শীতে
শিউলী ঝরা ভোরে,
অসময়ে ঝরে যাওয়া
ফুল পাতা দেখতে দেখতে
নিরঞ্জনকে বললাম-
“বিপাশা আর তোর
সম্পর্কটা কি বন্ধুত্বের,
না অন্য কিছু? ”

নিশ্চুপতা ভেঙে শুধু বলল-
“বন্ধুত্ব মানে তো স্বার্থহীন সম্পর্ক,
ভালোবাসায় তা সুদূর পরাহত।”

রোমেল আজিজ সম্পর্কে

শখের বশে কবিতা লেখা শুরু, কিন্তু নিজেকে কবি বলে পরিচয় দেন না। প্রচুর বই পড়েন, বই পড়া পছন্দ করেন, শুধুমাত্র কবিতার বই নয় যেকোন বই। আর মাঝে মধ্যে টুকিটাক লেখালেখি। বর্তমানে শখের বশেই সম্পাদনার সাথে যুক্ত আছেন "দ্বিপ্রহর" কবিতা ও গল্প সংকলন এবং "দ্বিপ্রহর" ম্যাগাজিনের সাথে। প্রিয় কবি জীবননান্দ দাশ, এছাড়া রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু, হেলাল হাফিজ, শামসুর রাহমান, সুনীল, আবুল হাসানের কবিতাও প্রিয়। প্রিয় উপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পড়ালেখা ছাড়া বন্ধুদের সাথে আড্ডা দিতে সবচেয়ে বেশি পছন্দ করেন, পছন্দ করেন একা একা বেড়াতে। পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ঘুম আর অপ্রিয় জিনিস ধর্মীয় তর্ক....

3 thoughts on “নিরঞ্জনের না বলা কথা – ১৪

  1. “বন্ধুত্ব মানে তো স্বার্থহীন সম্পর্ক, ভালোবাসায় তা সুদূর পরাহত।” যথার্থ বলেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. “বন্ধুত্ব মানে তো স্বার্থহীন সম্পর্ক,
    ভালোবাসায় তা সুদূর পরাহত।”

    * অপূর্ব https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।