কলকাতা ও আমার মা–২
বেহালার বড় রাস্তায় দাঁড়িয়ে ভিজছ
একঝাঁক কাকের শব্দদূষণে নাক চুলকাচ্ছ
কোনো থিয়েটার সিনেমাহল অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছ?
ভালো করে বৃষ্টি মেখেছ তো?
জলের ময়দায় কেঁপে কেঁপে ঠাণ্ডা শুঁকছ?
আমার মা পাশ দিয়ে আনমনা ট্যাক্সি র কান মলে গেলো?
দেখেছো?
গগলেশের মধ্যেখান চোখগুলো আজ ও আমায় খুঁজছে?
দেখতে পেলে?
পায়ের রিয়্যালিটি শো’র
শব্দ পেলে?
আমি আজ ও কলকাতা গেলে মায়ের হাতের স্পর্শ অনুভব করি
কোন লাল শাড়ির গোলগাল স্লিম সুন্দরী বামুনের মেয়ে দেখলেই ছুটে যাই
হা ঈশ্বর
সবকিছু কেড়ে নিতে ?
ছোটবেলার দৌড়ানো বৌ বাসন্তী সব–?
আমার মা কে কেন আমার কাছ থেকে কেড়ে নিলে?
আমি বহুমূল্য গোলাপের গন্ধ চাই নি
আমার পুরোনো ধুতরা র ভালোবাসা নিয়েই বাঁচতে চাই—-?
কবিতাটি পড়লাম প্রিয় কবি অরুণিমা মণ্ডল। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
মুগ্ধ হলাম দি ভাই।
কবিতার শেষটা মন ভিজিয়ে দিল।
উপমা খচিত শব্দগুলো বাস্তবতার ঘ্রাণে পরিপূর্ণ। মুগ্ধ হলাম