মরার আগে একবার মৃত্যু বরণ করা অত্যন্ত জরুরী

মরার আগে একবার একবার মৃত্যু বরণ করা অত্যন্ত জরুরী // দা উ দু ল ই স লা ম

এতদিন জানতাম-
“মৃত্যু পর্যন্ত বেঁচে থাকাটা খুব জরুরী”
ভুল জানতাম!
সত্য হচ্ছে – “মৃত্যুর আগে একবার মরা অত্যন্ত জরুরী”
চেষ্টা করছি সেই মরাটাই মরতে! কারণ সেই মৃত্যুই আপনাকে বাঁচাবে, আপনাকে কালোত্তীর্ণ করবে
অমর করবে, এবং কি মানুষও…
পৃথিবীর রঙ্গমঞ্চে যে দীর্ঘ নাট্যকলা প্রদর্শিত হয়/ হচ্ছে/ হয়ে চলছে সেটি আসলে আসল নাটক নয়,
বরং সেটি হচ্ছে আসল নাটকের রিহার্সাল!
আমরা প্রত্যেকেই একেকটি চরিত্রে পারদর্শী! আসলে এখানে কেউই বোকা নয়, কেউই মূর্খ নয়, কেউই জ্ঞানী নয়
কারণ
এই মঞ্চে সবাইকে আসতে হয় নিজস্ব চেতনা, জ্ঞান, মেধা, প্রেম, বিশ্বাস, ভালবাসাকে বিসর্জন দিয়ে!
এসেই আমরা একেক
ধরনের ভান ধরি বাঁচার লোভে, ভোগের লোভে, সুখের লোভে…
আমরা স্বীকার করি বা না করি- এই মিথ্যে লোভ হতে আমরা কেহই মুক্ত নই। কাহন আছে মানুষ লোভ করবেই!
আসলে কি তাই?
হয়তো তাই-
কিন্তু ব্যতিক্রম যে নাই তা নয়। আর এই ব্যতিক্রমীরাই হচ্ছে সত্যিকার মানুষ! অনন্য মানুষ! ইনসানে কামেল!…
(কথা ভিন্ন খাতে প্রবাহিত হবার আগে ফিরে আসি) আমি আসলে বলছিলাম মৃত্যুর কথা,
মরার আগে একবার মৃত্যু বরণ করা খুব জরুরী!
তা নাইলে
আমরা আমাদের নিঃশ্বাস কে কখন যে অস্বীকার করে বসি তার কোন গ্যারান্টি নাই! অন্যসব বিষয় আসয়ের কথা বাদই দিলাম
যেহেতু আমাদের বানানে ওয়ালা পরম প্রভু আমাদের হাতে পায়ে ঝুনঝুনি লাগিয়ে ছেড়ে দিয়েছেন। তিনি ভাল করে জানতেন-
তার বান্দারা সব কিছু অস্বীকার করবে তো করবে বরং সবার তাকেই অস্বীকার করবে!
পৃথিবীতে স্বীকার অস্বীকারের গনগনে শোরগোল উঠবে প্রতি নিয়ত!
প্রতিটি কদমে কদমে
প্রতিটি খাতে- বি খাতে স্বীকার এই অস্বীকারের শোরগোল ! হৈ হৈ রৈ রৈ…
মানুষের এহেন কাণ্ড কীর্তি দেখে পশু পাখিরা লজ্জা পাবে! পাচ্ছেই তো। এই যে আমাদের চারপাশের জন্তু জানোয়ারেরা সব পালিয়েছে বন বাঁদড় চেড়ে!
কারণ আমাদের ভেতরে এখন জন্তু জানোয়ারের অভাব নাই! আমরা যেমন দিন দিন আধুনিক থেকে আধুনিক পৃথিবীকে দেখতে অভ্যস্ত হচ্ছি-
তেমনি আমাদের ভেতরকার জন্তু জানোয়ারদেরও নিত্য নতুন পৈশাচিক, নির্মম কলা কৌশলে দক্ষ বানাচ্ছি!
যদিও
এখন আর অবাক হইনা। কিছুতেই অবাক হইনা আমরা।
এখন আর কষ্ট পাইনা, সুখ পাইনা, আনন্দে ভাসি না।
এখন কেবল চেষ্টা করি মরার আগে একবার মৃত্যু বরণ করার।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “মরার আগে একবার মৃত্যু বরণ করা অত্যন্ত জরুরী

  1. * প্রিয় কবি, শুভ কামনা সবসময়। 

  2. অদ্ভুত এক গাম্ভীর্যময়তা ছড়িয়ে আছে লেখাটি জুড়ে। মুগ্ধতা রাখছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. দীর্ঘ লাইনের কবিতা হলেও কবিতার নান্দনিকতা পাঠককে মুগ্ধ করবেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।