আমাকে দিয়েছো তুমি অদম্য অন্তর,
ধানের শীষের মতো সোনালী ঠোঁটের নেশা,
যে নদী ক্ষয়ে ক্ষয়ে ছুঁয়ে গেছে খেয়ালী মেঘের ঘর
জলপাখি চোখ দু’টি করেছো যে তার দুখ ঘেষা।
সন্ধ্যার মেঘ হয়ে কত ঘাম শুষেছো যে চোখের পাতার,
ভোরের রোদের গায়ে গেঁথেছো আপন আকাশ,
একঝাঁক ঝিনুকের শ্লোক করে রেখেছো হৃদয় আমার,
তাই বিধবা শস্যভূমি সাদা জোছনায় খুঁটে বুকের বাঁপাশ।
আমাকে দিয়েছো তুমি স্ফুলিঙ্গের মতো নিজস্ব সুন্দর,
ভরা বর্ষার জলে নাওয়া ধূলোহীন নুড়ির মতন
আমি তাই নুয়ে থেকে তোমাতেই গড়েছি যে চর,
তোমাতেই রেখেছি আমার ঠোঁটে করে নিয়ে আসা অসমাপ্ত চুম্বন।
তুমিও বুকে নিয়ো শস্যের সুফলা নয়ন,
তোমাকেও ভিজতে হবে বধ্যভূমিতে হাঁটা ভাঙা জোছনায়,
অন্ধকারে মরে পড়ে থাকা সব বীরের মতন
আমার অন্তর ধরে তোমাকে ও ভাসতে হবে শ্লোগানের মূর্ছনায়।
#সাদা #জোছনা
বিধবা শস্যভূমি সাদা জোছনায় খুঁটে বুকের বাঁপাশ। চমৎকার উপমার ব্যবহার। ভালো পেলাম কবিতাটিকে। শুভ সকাল আপা।
ধন্যবাদ আপনাকে। শুভসন্ধ্যা।
ভালোলাগার জন্য কৃতজ্ঞ। শুভকামনা রইলো।
অসম্ভব ভাল লেগেছে আপা
ভালোলাগার জন্য কৃতজ্ঞ। শুভকামনা রইলো।
আপনার কবিতায় বরাবরের মতো মুগ্ধ হলাম দিদি ভাই। নমষ্কার।
শুভেচ্ছা আপনাকে। ভালো লেগেছে জেনে খুশি হলাম।
একঝাঁক ঝিনুকের শ্লোক করে রেখেছো হৃদয় আমার,
তাই বিধবা শস্যভূমি সাদা জোছনায় খুঁটে বুকের বাঁপাশ।
* নৈসর্গ প্রেম অসাধারণ হয়েছে কবি।
শুভেচ্ছা অসীম। ভালো থাকুন।