শ্রাবণের শঙ্খপ্রদীপ

// শ্রাবণের শঙ্খপ্রদীপ //
———আলমগীর সরকার লিটন //

=============================
আকাশের রৌদ্রজল ছোঁয়া বেদনার একহাত আকুতি
আর পূথিবী মাতল করে জলকাঁদা একাকার ম্পর্শ-
শ্রাবণী মেঘ এমনী হয় কদমের গোলক পুস্পন্তিতে
হেসে হেসে হেঁটে যায় এক পশলা বৃষ্টির উচ্ছ্বাস;

তবুও লাউয়ের লতায় বেঁচে থাকা, সোনালী সবুজ
অরণ্যে চেয়ে চেয়ে নিঃশ্বাস ছাড়া আর কি বা বাঁকি-
চৌকাঠটাও বন্ধ -পাল্লাহীন জানালায় ধেয়ে আসছে
ধানশালিকের আচাদর মুরানো ধূসর গন্ধ বহর !

তাতেই কি শ্রাবণী বাঁশপাতার ভীরে ভিজে দিবে-
সমস্ত আকুতি শ্রাবণের শঙ্খপ্রদীপ জ্বালাবে।
১৮-০৭-১৮
————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “শ্রাবণের শঙ্খপ্রদীপ

  1. আমি বিশ্বাস করি … একদম তাজা কবিতাই প্রতিনিয়ত আপনার থেকে উপহার পাই। অভিনন্দন প্রিয় কবি মি. সরকার। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. সত্যিই কি এরকম নাকি লজ্জা দিচ্ছেন 

      অনেক ধন্যবাদ ভাল থাকুন

  2. চৌকাঠটাও বন্ধ -পাল্লাহীন জানালায় ধেয়ে আসছে
    ধানশালিকের আচাদর মুরানো ধূসর গন্ধ বহর !

    সুন্দর কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি রিয়া দিদি
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও প্রেরণা দেয়াই 
      অসংখ্যা ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন——-

  3. তবুও লাউয়ের লতায় বেঁচে থাকা, সোনালী সবুজ
    অরণ্যে চেয়ে চেয়ে নিঃশ্বাস ছাড়া আর কি বা বাঁকি-

    * অসাধারণ প্রিয় কবি।

    1. জ্বি হুসাইন দা
      কবিতা পাঠে সুন্দর মন্তব্য ও প্রেরণা দেয়াই 
      অসংখ্যা ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।