শুরু হয়েছে নষ্টামি
দ্রুত পায়ে খুনের সঞ্চালন
আপাদমস্তক।
এক নিমেষেই মস্তিস্ক বিকৃত
সর্বাঙ্গে সর্বশক্তি সঞ্চারিত
নয়ন মাঝে পিশাচ চাহনি
আত্মাস্পরে নারকীয় ভর।
কি ভয়াল বুভুক্ষের রূপ
কতকালের দূর্ভিক্ষ
দীর্ঘকায় জিহ্বা, বিষাক্ত লালা
মানবতা নিস্তব্ধ
শুরু হলো নষ্টামি।
বিষাক্ত নখের আঁচড়, ক্ষতবিক্ষত
সারা দেহে কালবৈশাখী
সময়ের ব্যবধানে, ঝড়ের তীব্রতা
বুভুক্ষ বদনে আত্মতৃপ্তির ঢেউ
ফুলে- ফেঁপে, আঘাতের পর আঘাত
পরপক্ষও আত্মদানে সুখের চাহনি
নষ্ট চক্রের নষ্টামিতে নষ্টই- নষ্ট।
বরষার বরিষণ বটে, নর ও নারীতে
দীর্ঘসূত্রতার অবসান, নারীন্দ্রিয়ে নরের শুক্র
নষ্টামির বীর্য নারী গর্ভে, গর্ভবতী, ফলবতী
মনুষ্য মাঝে নব মনুষ্যের আবির্ভাব, পবিত্র।
কালের সূত্রিতায় পবিত্র মনে-
নষ্টামির নষ্ট নেশা
নষ্টামির পুনরাবৃত্তি, ফলাফল ?
পুনরাবৃত্তি !!