মেয়েটি শুধুই খুঁজে ফিরে কারুর
প্রশস্তত বুক, নির্ভয়ে মুখ লুকাবে,!
ছেলেটি খুঁজে ফিরে হয়ে দিশেহারা
শহরের পথে পথে নেশারা আঁখড়া,!
যেখানে গেলে ছেলেরা মেয়েটিকে ভুলে
বৃদ্ধরা ভুলে থাকে তাদের ভুল নারীদের,!
মেয়েটি শুধই খুঁজে ফিরে কারুর দুটি হাত
বিশস্তত দশ আঙুল থাকবে রাতের পর রাত,!
মেয়েটি পেলো না প্রশস্তত বুক, আর হাত,
ছেলেটি কিন্তু ঠিকই পেলো সেই আঁখড়া,
মেয়েটি এখন রোজ কাঁদে গোপনে মুখ লুকিয়ে,
ছেলেটি এখন মেয়েটি ভুলে নেশায় গেছে হারিয়ে,!
মেয়েটি পথ চেয়ে থাকে রোজ রোজ আসবে সে,
ছেলেটি পথ গেছে ভুলে তাইতো আর ফিরে না সে,!
ছেলেটি জানে মেয়েটি তাকে অনেক ভালোবাসে,
ছেলেটি ও মেয়েটিকে(!) শুধু পারেনা বলতে সে,,!
২২/০৭/১৮
অনেকদিন পর আপনার লিখা শব্দনীড় এ পড়লাম। যথারীতি সুন্দর কবিতা। আশা করবো ভালো ছিলেন। শব্দনীড়ে নিয়মিত হলে আমাদের ভালো লাগবে। ধন্যবাদ।
নিরন্তর কৃতজ্ঞতা জানবেন স্যার,,এখন থেকে নিয়মিত হবো,
মেয়েটি শুধই খুঁজে ফিরে কারুর দুটি হাত
বিশস্তত দশ আঙুল থাকবে রাতের পর রাত,!
* অনেক সুন্দর হয়েছে কবিতা…
ভালো থাকুন সবসময়।
আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম,ভালো থাকবেন সর্বদা এই শুভ কামনা,,
আমিও বলবো সুন্দর হয়েছে কবিতা। ওয়েলকাম ব্যাক কবি।
অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয়,, ভালো থাকবেন এই শুভ কামনা
বাহ! চমৎকার!

নিরন্তর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন,,
ভালো থাকবেন এই শুভ কামনা,,,