আমি সেই কবিতার কথা বলছি

ছোট্ট এক বালুকনার মাঝে যদি নাইবা দেখ সমুদ্র অতল
তবে তুমি কবি নও!
তোমার চরণে যদি নাইবা ফোটে মুক্ত অসীম আকাশ
ছেড়ে দাও কবিতার হাল ।

ছোট ছোট বিন্দুর মাঝে কবি এঁকে যায় সিন্ধুর গভীরতা
সীমানা না ফেরিয়ে, সীমাহীন ভাবের আধার
কল্পনার ইশারায় ভেসে যাবে তুমি বর্ণিল সমাহারে
তবেই তুমি কবি ।

সমান্তরাল ছবি যদি না ফোটে তোমার তুলিতে
দোহাই কবি, ফিরে এসো…
কালির মুখে সিঁদুর নয়!
সিঁদুরের মুখে যেন কালি ।

আকারে তুমি বিন্দু, ভাবে সিন্ধু
দৃশ্যত নিরাবরণ, ভেতরে অলঙ্কারের ভাণ্ডার
দেখি শীর্ণকায় রুগ্ন শরীর, অন্তরে রসে ভরপুর
আমি সেই কবিতার কথাই বলছি…।

11 thoughts on “আমি সেই কবিতার কথা বলছি

  1. ছোট ছোট বিন্দুর মাঝে কবি এঁকে যায় সিন্ধুর গভীরতা কথাটি সত্য কবি দা। বিশ্বাস করি। এই জন্যই বেশী ভাল লাগে আপনার কবিতা। প্রমিজ। :)

    1. * অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি দি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. "সমান্তরাল ছবি যদি না ফোটে তোমার তুলিতে
    দোহাই কবি, ফিরে এসো…
    কালির মুখে সিঁদুর নয়!
    সিঁদুরের মুখে যেন কালি।"

    স্যার। আপনার স্ব নির্বাচিত লিখা গুলোন নিয়ে একটি প্রকাশনা নিঃসন্দেহে বের করতে পারেন। মফশ্বলে থেকে প্রিন্টিং সহ বেশ কিছু কাজ আমার হয়তো সম্ভব হবে না। তবে যে করেই হোক কাব্য গ্রন্থ প্রকাশনায় আপনার মনযোগী হতে হবে। কল্যাণ কামনা করি। ধন্যবাদ। :)

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ।

      প্রকাশনার ক্ষেত্রে প্রবাস জীবন অন্যতম প্রধান অন্তরায়।

      শুভরাত্রি।

  3. চমৎকার প্রকাশ কবি দা

    অনেক শুভেচ্ছা রইল

  4. "ছোট্ট এক বালুকনার মাঝে যদি নাইবা দেখ সমুদ্র অতল
    তবে তুমি কবি নও!"………সঠিক বলেছেন প্রিয় কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।