এভাবেই যদি রোজ চেরাজলে ডুবে যায়
নতমুখী পাপড়ি- বিন্যাস,
গহীন নোঙর- কাঁটা নাল্ হয়ে
নির্বিবাদী গ্রীবাকে জড়ায়,
অব্যর্থে খোয়া যায়
পদ্মকোরক ফোটা মগজ-বৃওের
তুলকালাম শব্দদেহীদের
নিশিঘোর মেদুর-মিছিল,
বদরক্ত খোয়ারীর অম্লজান রসের জারকে
যদি মূল সময়ই বয়ে বয়ে নষ্ট হয়ে যায়
ফেটে যায় বিনা আঁচে
আয়ওের যাবতীয় দুধেলা সরাই……..
তবে বিপন্ন ছায়াময়
হে হাওয়াহারী কল্পদ্রুম তুমি,
তুমি আর অলৌকিক পদ্মনাল নোঙর কাঁটায়
বিষন্ন সুষুম্নায় মায়াহীন কেন গাঁথো
কবোষ্ণ কোরকের অলীক মিথুন !!
————————
রত্না রশীদ
১৯/১০/২০১৬
অসাধারণ অনেক প্রেরণা পেলাম দিদি
অনেক শুভেচ্ছা নিবেন——–
ধন্যবাদ বন্ধু
দারুণ সব শব্দ চয়নে অসাধারণ লেখা,,,,,
ধন্যবাদ।
আলমগীর কবিভাই, আপনার মন্তব্য একবার দৃশ্যমান হয়েই উড়ে গেল। ভাল করে দেখতে পাইনি।
ধন্যবাদ আপনাকে লেখাটিকে গুরুত্ব দেবার জন্য।
আদর্শ মানের কবিতা বলতে আমরা এমন সব কবিতাকেই বুঝি বন্ধু।
প্রেরণা পেলাম। ধন্যবাদ ।
খুউবি ভাল হয়েছে লেখাটি দিদি ভাই। নমষ্কার।
ধন্যবাদ রিয়া।
তুমি আর অলৌকিক পদ্মনাল নোঙর কাঁটায়
বিষন্ন সুষুম্নায় মায়াহীন কেন গাঁথো
কবোষ্ণ কোরকের অলীক মিথুন !!
অনেকধন্যবাদ।
"তবে বিপন্ন ছায়াময়
হে হাওয়াহারী কল্পদ্রুম তুমি,
তুমি আর অলৌকিক পদ্মনাল নোঙর কাঁটায়
বিষন্ন সুষুম্নায় মায়াহীন কেন গাঁথো
কবোষ্ণ কোরকের অলীক মিথুন"
বাহ! চমৎকার চরণ! শুভেচ্ছা কবি

প্রেরণা পেলাম । নমস্কার ।