মাটির ছোঁয়া পায়

মাটির ছোঁয়া পায়

কি নিয়ে আসবো দ্বারে-চাঁদ তো উঠেনি
পূর্ণিমাতে যতটুকু ঝিকিমিকি দেখেছিল-
চারপাশটা করে শুধু অমাবস্যার রাত !
তবুও এক ঘাটের জলস্রোত নদীর বাঁক
খেলেছিল কত ঘাসফুল,জোনাকি,জলপাই
পাতার বাঁশি, সব আজ মার্জনার সুর
তাও তো ভুলেনি চূড়াকোঁটায় উড়া মেঘ;

ইটভাটার তাপহর নিয়ে মিশতে ইচ্ছে করে
ঠিক ঈদানন্দের মতো? যত অনুপ্রাস যাক ছুঁয়ে
সুখময়ী চাঁদের সব অভিমান, অনুরাগ নিয়ে-
যেনো হিংসাপুরীর দেশ -কিছু বুঝে না- একই
সীমান্তে চলে আসা বাতিঘর জুড়ে শূন্য আসমান
যদি আবার ছোঁয়া পায় একমুঠো মাটি- চাঁদ কি
হেসে উঠবে অমাবস্যার মুখে আলোকিত হয়ে।
২৩-০৭-১৮
————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “মাটির ছোঁয়া পায়

  1. চমৎকার লিখেছেন,,

    ভালো লাগলো প্রিয় কবি

    1. অশেষ ধন্যবাদ সুজন দা

      ভাল থাকবেন————

  2. চমৎকার এবং বাস্তবতার নিরীখে লিখন বেশ ভালো লাগে। অভিনন্দন মি. আলমগীর।

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন————

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন————

  3. * বরাবরের মতোই মুগ্ধ হলেম কবি।

    1. জ্বি হুসাইন দা

      অনেক ধন্যবাদ জানাই

      ভাল থাকবেন——–

    1. ইলহাম দা

      ধন্যবাদ নিবেন

      ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।