অন্তরাত্মাকে সঁপে দিয়ে, চাই যখন তোমাকে
অধরা; অধরাই থেকে যাও দিব্যলোকে;
হন্যে হয়ে খুঁজি তোমায়, তেপান্তরের মাঝে
ছুটে যাই কখনো পদ্মা মেঘনার সঙ্গম স্থলে ।
খুঁজে পাইনা কোথাও! বাসর সাজাও দৃষ্টি সীমার ওপারে,
হয়তোবা সপ্তপুরীর থেকে আরও গভীরে
যেথায় ভেদিতে পারেনি আলোক রশ্মি
অসহায় আত্মসমর্পন কিরণময় জ্যোতি ।
নিভে যায় জগত আলো পাখি সব ফিরে ঘরে
ব্যর্থতার খাতায় যুক্ত হয় আরও একটি দিন বেলা শেষে
অবদমিত হৃদয় বাসনা; রক্তক্ষরণ বাড়ে বহুগুণ
ক্লান্তি আর অবসাদে মুদিত হয় দুই নয়ন ।
বিচ্ছেদ ঘটে যায় নিমিষে দেহ থেকে আত্মার
সে আত্মাও খুঁজে ফিরে তোমায় হয়ে নিরাকার;
মেতে উঠ এবার তুমি মধুর আলাপনে দ্বিধাহীন
অরুণ আলোয় যবে জেগে উঠি; হয়ে পড় তুমি ঠিকানা বিহীন ।
ওহে, কাব্য দেবী থাক তুমি স্বপ্নলোকে;
মিলিত হও তাই স্বপ্নের মাঝে,
ধরার মাঝে তোমার সাক্ষাৎ মেলাভার
পেতে তোমায় যতই হই অধীর ।
"ওহে, কাব্য দেবী থাক তুমি স্বপ্নলোকে;
মিলিত হও তাই স্বপ্নের মাঝে,
ধরার মাঝে তোমার সাক্ষাৎ মেলাভার
পেতে তোমায় যতই হই অধীর"
বাস্তব বলেছেন প্রিয় কবি দিলওয়ার ভাই
* অনেক ধন্যবাদ প্রিয় কবি ইলহাম ভাই…
সার্থক শিরোনামে বক্তব্য প্রধান কবিতা। সুন্দর।
* সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ…
“আমি যাই, আমি ছুটে যাই; আমি
কামভিখিরির মত কপর্দকশূন্য করপুটে
তোমার অগ্নির টানে ছুটে যাই, হাওয়া।”
জীবনের অন্তরস্থ গভীর বাস্তব এবং মানুষের মানসপটে যে সূর্যটি চির দীপ্যমান তা তাঁর কাছে অচেনা নয়।
“এই যে আকাশ ভরা তারা,
এই যে বাগান ভরা ফুল,
এই যে অরণ্য ভরা পাখি,
এই যে সমুদ্র ভরা জল–
এর সকলই তোমার লীলা,
তোমার মেহেরবাণী, সবই
গতরাত্রির কৃতকর্মের ফল।”
অফুরন্ত ভালবাসা রইল প্রিয়।
* প্রিয় কবি, ধন্যবাদ অফুরন্ত…
অধরা; অধরাই থেকে যাও দিব্যলোকে;
হন্যে হয়ে খুঁজি তোমায়, তেপান্তরের মাঝে
ছুটে যাই কখনো পদ্মা মেঘনার সঙ্গম স্থলে ।——অসাধারণ লাগল
প্রিয় কবি দা অনেক শুভেচ্ছা নিবেন———-
* অনেক ধন্যবাদ প্রিয় কবি।
ওহে, কাব্য দেবী থাক তুমি স্বপ্নলোকে;



বাহ দারুন কবি,,,,বিরহ যাতনা, প্রেম,,,,,,,,,,,,,,,,,,,,,,



মিলিত হও তাই স্বপ্নের মাঝে,
ধরার মাঝে তোমার সাক্ষাৎ মেলাভার
পেতে তোমায় যতই হই অধীর ।
* প্রিয় কবি মান্নান ভাই, অনেক অনেক ধন্যবাদ।
অসাধারণ।
* ধন্যবাদ সুপ্রিয় কবি দি…