নারকেলের পাতার ফাঁকে পাতলা হয়ে
উঁকি দেয় গেরুয়া ঝিরিঝিরি মেঘচোখ,
তেত্রিশ সার্পেন্টাইন লেনে
সি শার্পে মাথা দোলায় ষাটের দশকের
হলদিবাড়ির স্মৃতির অ্যাকর্ডিয়ান
আর পিটারের যাযাবর গিটার,
রাত্রির দ্বিতীয় চরণ সবে আদরপর্বে।
টুপচুপ আকাশগ্ল্যান্ডের ক্ষরণে
আশ্রয়চ্যুত চারপেয়ে দোপেয়ের যুগলবন্দী
খুঁজে বেড়ায় একটুকরো বেশ্যাছাদ-
অন্তত সেখানে কেউ
গেট আউট বাক্যবন্ধে বাস করেনা।
একটানা ঝিমঝিম বেজে চলা টিনশেড-
দূরের কারখানার বেরসিক ভোঁ-
দেওয়ালে ঝোলানো চারকোনা
বাক্সের লাম্পট্য বিলাস-
উদাসী রাতস্পর্শে বিন্দুছাপও ফেলেনা।
শোঁ শোঁ হাওয়ায় কোন দূরবাসিনীর গলায়
ফিরে ফিরে আসে ইন্দুবালা রাগ বেহাগে।
বিশ্বাস করতে চাই যে, এটি কোন শিরোনামহীন কবিতা নয়। আশা করবো কবি নিশ্চয়ই উত্তর করবেন। ধন্যবাদ প্রিয় সৌমিত্র।
"নারকেলের পাতার ফাঁকে পাতলা হয়ে
উঁকি দেয় গেরুয়া ঝিরিঝিরি মেঘচোখ"
বিনির্মাণে ভীষণ মুগ্ধ !
* থিম কল্পনা অসাধারণ…
চমৎকার লিখেছেন শ্রদ্ধেয় ,দারুণ ভালো লাগলো