আমার সোনার দেশ এখন
হচ্ছে প্রগতিশীল,
পথে ঘাটে চলছে ওপেন
ঘুরছে অশ্লীল!
এগুচ্ছে প্রগতির দিকে!
দেখ চেয়ে ওই,
ঘষাঘষির দুম পড়েছে
চুমোচুমির খই!
পার্কে পার্কে যুবকযুবতী
করছে সেক্স খুব!
সভ্যতা আজ দিলো বুজি
গভীর জ্বলে ডুব?
হায়! আগের শালীনতা নেই
নিবে গেছে বাতি!
যুগের সাথে তাল মিলিয়ে
চলে সোনার জাতি!
সুবোধ তুমি এই সমাজে
থেকো না আর!
এই অসভ্য সমাজ এখন
কেবল অশ্লীলতার!
তুমি যদিও কখনো জাগো
বলবে ওরা ধ্যাৎ!
এই প্রগতির যুগে কোত্থেকে
এলো এই খ্যাত?
এই যে সোনার দেশে এখন
অসম্ভবের কিছু নেই,
দেখো, গোপনে নেই কিছুই
যৌনাচার প্রকাশ্যেই!
এগুচ্ছে দেখো সোনার দেশ
ও সোনার জাতি,
ক্রমশ যতো বেশি অশ্লিলতা
ততোই দেশের খ্যাতি!
সুবোধ তুমি নিবিয়ে দাও
তোমার সেই বাতি!
চলে যাও অন্য কোনো গ্রহে
না থাক সঙ্গী সাথী!
অশ্লীলতার সাথে মানসিক অসুস্থতার একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে; সেটা ফিজিক্যাল অশ্লীলতা হোক আর (কু)সাহিত্যে হোক।
বেশ দারুণ একটি বিষয় তুলে এনেছেন লেখনিতে,,
অসাধারন,,,,,
সামাজিক অবক্ষয় বলি আর উন্নয়ন বলি; নির্ভর করবে আধুনিকতা বা নতুন কিছু প্রচলিত সমাজ সইতে পারছে কিনা। সমাজের বাসিন্দা হিসেবে আমাদেরকেও অনুধাবন করতে হবে; আমরা মন্দ ভালো'র কোন দিকটি বেছে নিতে চাইছি। ধন্যবাদ কবি।
* অনেকদিন আবার পড়লাম।
শুভরাত্রি।
"সুবোধ তুমি নিবিয়ে দাও
তোমার সেই বাতি!
চলে যাও অন্য কোনো গ্রহে
না থাক সঙ্গী সাথী"