বৃষ্টি বিলাস

বৃষ্টি বিলাস
.
খণ্ড-খণ্ড মেঘ উড়ে যায়
কাছে থেকে দূরে,
রৌদ্র হয়েছে আজ বিলীন
আষাঢ়ের দুপুরে।
.
বৃষ্টিরা ঝরছে আজ অঝরে
তোর এলোকেশ ছুঁয়ে,
ঢেউয়ের নূপুর বাজছে তোর
আলতা রাঙা পায়ে।
.
বাদল দিনে হবে বৃষ্টি বিলাস
তোর সঙ্গে ভিজে,
জলের খামে স্বপ্ন সাজাবো
তোর বুকের মাঝে।
.
13-06-17

10 thoughts on “বৃষ্টি বিলাস

  1. "খন্ড-খন্ড মেঘ উড়ে যায়
    কাছে থেকে দূরে,
    রৌদ্র হয়েছে আজ বিলীন
    আষাঢ়ের দুপুরে ।"

    বাহ!

    1. আন্তরিক কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়,, ভালো থাকবেন সব সময় এই কামনা

  2. বাদল দিনে হবে বৃষ্টি বিলাস। আনন্দ হবে এটাই প্রত্যাশা রাখি কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. বাদল দিনে হবে বৃষ্টি বিলাস
    তোর সঙ্গে ভিজে,
    জলের খামে স্বপ্ন সাজাবো
    তোর বুকের মাঝে।

     

    * অনেক সুন্দর…

    1. অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয়, , 

      শুভেচ্ছা জানবেন♥♥

  4. "বাদল দিনে হবে বৃষ্টি বিলাস
    তোর সঙ্গে ভিজে,
    জলের খামে স্বপ্ন সাজাবো
    তোর বুকের মাঝে"https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনুপ্রাণিত হলাম,,, প্রিয় কবিবর,,,

      শ্রদ্ধা রইলো

       

    1. কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন প্রিয় কবি,,,

মন্তব্য প্রধান বন্ধ আছে।