সহজ
কতটা সহজ হলে বলতে পারতে, —‘ভয় করি না কিছু,
আমি হবো সমস্ত বাগানের অনন্যা-ফুল ।
কলংক-ফুলের ঘ্রাণ প্রেমার্তরা ছাড়া
আর কারা পায় !
দুর্নাম রটায় অ-রসিক কাঠময় কিছু লোক
দুর্নাম নয়, দূর-নামের জ্যোতির্ময় শোভার
পায় না পুলক।
সমাজ-বৃক্ষরা সব, মেলে রাখে পাহারার পাতা,
দাঁড়াবো আমি সেইসব বৃক্ষের নীচে নীচে,
বাতাস থেমে যাবে আমার ব্যাকুলতায়…
স্থবিরতায় বুঁজে যাবে
অবুঝের চোখ’ ।।
____ •• ____
July 27, 2018
South Easton
Massachusetts
USA
____{}____
কলংক-ফুলের ঘ্রাণ প্রেমার্তরা ছাড়া আর কারা পায় ! সঠিক বলেছেন কবি রেজা ভাই।
ভাল থাকবেন ।
সুন্দর সহজ।
ধন্যবাদ, রিয়া ।
ভাল থাকুন ।
স্থবিরতায় বুঁজে যাবে
অবুঝের চোখ’ ।।
*


ধন্যবাদ, ভাই দিলওয়ার ।
ভাল থাকবেন ।