বিশ্বাস

বিশ্বাস

আমরা অপেক্ষায়
দিগন্তজুড়ে ফসলের রঙিন বয়ান
কৃষকের সুন্দরী বউ ব্যস্ত শরীরী সাধনায়
আমৃত কেউ ধরে রাখে হাত
গভীর ঘুম থেকে তুলে আনা কোমল বিশ্বাস

চোখ বন্ধ রাখ ঈশ্বর
ভজন মন্ত্র গেছি ভুলে
করুণার জল ফেলছি পূর্বপুরুষের নামে
আঙুল চুঁইয়ে পড়ছে প্লেটোনিক বিশ্বাস।

4 thoughts on “বিশ্বাস

  1. কৃষকের সুন্দরী বউ ব্যস্ত শরীরী সাধনায়

    কি করার আছে আর যুগের সাধনা

    বিশ্বাস তাও সন্দহ আঙুল চুঁইয়ে ভজন মন্ত্র—–অসাধারণ কবি ——

  2. চমৎকার কবিতা। অভিনন্দন প্রিয় কবি মোকসেদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. করুণার জল ফেলছি পূর্বপুরুষের নামে
    আঙুল চুঁইয়ে পড়ছে প্লেটোনিক বিশ্বাস।

    * অসাধারণ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।