পদ্য-চিরকুট

অতিথি

তোমার সংগে কথা বললে
মন ভালো হয়
মন ভালো রয়
কয় কিছু লোক।

বলি, মন ছিল বরাবর ভালো
আমি শুধু ভোরের হাওয়া,
উড়ে আসি মেঘ ফুঁড়ে
ধোঁয়াশা কালো ।।

এক বিকেলে

একটি বিকেল হঠাৎ তোমার হয়েছিল
বন্ধ দরোজার ওপারে ছিল আলো,
প্রিয় তবু আমার আঁধার —
তোমার চোখের তারা
আর চাঁদমুখ
বুক ভরা…

অনিবার্য আলো

এত আহবান
হেলা করবার মতো
মন নেই আমার—

নাজুক মরমে কেবল
কথার তারা…
শুধুই যারা
আলোময় আঁধার ।।

—- **—–

4 thoughts on “পদ্য-চিরকুট

  1. সকাল সকাল আপনার কবিতার উপস্থিতি এবং সরল উপস্থানে মন খুশি হয়ে উঠলো। ত্রি-ছত্রে'র অনুভব মেজাজ কিংবা আবহ দারুণ ফুটেছে। অভিনন্দন রেজা ভাই। :) https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

  2. অনবদ্য কাব্য শৈলী!   আপনার  লিখা  দীর্ঘ সময় নিয়ে পড়ি আমি ।
    আজ আবারও পড়লাম …..মুগ্ধতা রাখছি ।

    শ্রদ্ধেয় কবি… শুভেচ্ছা সতত।

     

     

  3. আপনার লেখা পড়ে ভীষণ মুগ্ধ হই। খুব সহজ করে লেখা থাকে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. এত আহবান
    হেলা করবার মতো
    মন নেই আমার—

    * মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি…

মন্তব্য প্রধান বন্ধ আছে।