দুঃখ যত্ন

দুঃখ যত্ন

দিব্যালোয়ে আসা যাওয়া
হায় বর্ষা- হায় বর্ষা –
আষাঢ় ছুঁয়ে শ্রাবণ- কদম
ভাজে চালতা করে কেমন;

উজান ভাটির গায়ে উষ্ণশীতল
তাই না দেখে করো মনোরঞ্জন-
রশিকা নদী -ভাঙ্গে মাটির মন
ভজনপেটে মেঘমাল্লা কাদে নয়ন

কম বেশী বুঝে না -দিলে সহ না
রক্তক্ষরণ -পুষে রাখি দুঃখ যত্ন।

________
২৬-০৭-১৮

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “দুঃখ যত্ন

  1. কবিতায় এক আধটু ছন্দ মিল থাকলে পড়ায় বেশ আনন্দ পাই। সনাতন মানুষ বলে কথা। শুভ সকাল প্রিয় কবি মি. সরকার। ধন্যবাদ।

    1. সনাতন মানুষ বলে কথা-

      ছন্দ ধরতে বা বুঝতে পারেন না সেকি হয়

      কবিতার মাঝে ছন্দ আছে যেমন

      যাওয়া> বর্ষা

      শ্রাবণ> কেমন

      অশেষ ধন্যবাদ মুরুব্বী দা

      ভাল থাকুন——–

    2. আপনি ঠিকই বলেছেন বাউল কবি। এই লিখায় সত্যতা পেয়েছিলাম জন্যই ছন্দ মিল এর কথাটি তুলেছি। আশা করি বুঝবেন। :)

      1. জ্বি মুরুব্বী দা

        আশা করি বুঝেতে পেরেছি

        নো মাইন্ট 

        ভাল থাকুন——-

         

    1. জ্বি দাউদুল দা

      অশেষ ধন্যবাদ—–

      ভাল থাকুন

       

  2. নতুন শব্দের সন্ধার পাই আপনার লেখায় প্রিয় কবিবাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. নতুন শব্দপান বেশ

      কিন্তু সেই শব্দের অর্থবুঝেন তো

      খালি নতুন শব্দ পায়

      বলে চলবে না দিদি

      অশেষ ধন্যবাদ নিবেন———-

       

  3. কম বেশী বুঝে না -দিলে সহ না
    রক্তক্ষরণ -পুষে রাখি দুঃখ যত্ন।

     

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি হুসাইন দা

      অশেষ ধন্যবাদ নিবেন———-

      ভাল থাকুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।