একটি দূর্বাঘাসের কবিতা

একটি দূর্বাঘাসের কবিতা

যেদিন হৃদয় থেকে একটি জ্যান্ত চাঁদ খসেছিলো
সেদিন-ই তো আমি কিছু বলিনি…..
আর আজ যে দাবি করছে
সে করেছে আমার সাথে বানিয়াতির চাষ,
হলফ করে বলতে পারি, সে ছিলো বড়জোর
শেকড় বিহীন একটা দূর্বাঘাস!

তবুও আমি
তাকে করেছিলাম নক্ষত্রসম দামি
চোরা সময়ের খাঁজ কেটে হাট বসিয়েছিলাম
রসায়ন,
আর এখন যখন খেলা ভেংগে গেলো অকারণ
পাথর কি গণিত জানে না,
জানে না তার উটকো পথের ব্যাকরণ….?

হৃদয় থেকে একটি জগদ্দল পাথর খালাস
করা ছাড়া এ কোনো কবিতা নয়,
কেউ একজন একটি ইট ছুড়ে মেরেছিলো
নিথর,নীরব গাছের বেল;
তাই
আমিও দিলেম একটু খানি নীরস পাটকেল!!

8 thoughts on “একটি দূর্বাঘাসের কবিতা

  1. "আজ যে দাবি করছে
    সে করেছে আমার সাথে বানিয়াতির চাষ,
    হলফ করে বলতে পারি, সে ছিলো বড়জোর
    শেকড় বিহীন একটা দূর্বাঘাস!" ___ অসাধারণ কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আন্তরিক কৃতজ্ঞতা জামান ভাইয়া

  2. কেউ একজন একটি ইট ছুড়ে মেরেছিলো
    নিথর,নীরব গাছের বেল;
    তাই
    আমিও দিলেম একটু খানি নীরস পাটকেল!!

     

    *চমৎকার কবি বন্ধু…

মন্তব্য প্রধান বন্ধ আছে।