প্রেমযমুনার প্রণয়


// প্রেমযমুনার প্রণয় //
——–আলমগীর সরকার লিটন//

প্রেমযমুনার মাটির ঘ্রাণ করে গর গর
ধানশালিক বাঁধছে আটি খুব ভর ভর!
বুঝে কে দুধের চেয়ে খাঁটি সর বর বর
শত অনুক্ষণে শুধু যায় পরে বজ্রপাত-
আকাশ নীল, সবুজ মাঠে আর ঘাটে
নীড় ভাঙ্গা অসহ্য বোবা ঘাত প্রতিঘাত;

জল স্রোত ভাসায় বার বার সু-দূর গাঁয়
বিবেক বলে কোন সাহজে বললাম বুঝি-
ময়ূরীর রঙিন ডানায় পশ্চিম কোণে উড়ি!
আর্তনাদ শুনি ফাল্গুন মাস- দাও এনে দাও
প্রেমযমুনায় শীতল করা সুবাস-এ অল্প স্বল্প
গল্প বলার খড়া- এ প্রণয়ে দাও নিঃস্বার্থ ঝরা।
৩০-০৭-১৮
————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “প্রেমযমুনার প্রণয়

  1. আর্তনাদ শুনি ফাল্গুন মাস- দাও এনে দাও

    ফালগুনের আহবান….. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি জলদস্যু দা

      অশেষ ধন্যবাদ জানাই 

      ভাল থাকবেন——-

    1. জ্বি রিয়া দিদি 

      অশেষ ধন্যবাদ জানাই 

      ভাল থাকবেন——-

  2. অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif প্রেমযমুনা আমাদের বাড়ির কাছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি মুরুব্বী দা

      ভাসবেন নাকি প্রেমযমুনার জলে

      আমি রাজি বেঁচে যদি থাকি—–

      দেন কথা হয়না জানি ফাঁকি!

       

  3. জল স্রোত ভাসায় বার বার সু-দূর গাঁয়
    বিবেক বলে কোন সাহজে বললাম বুঝি-
    ময়ূরীর রঙিন ডানায় পশ্চিম কোণে উড়ি!

     

    * অসাধারণ কবি দা…

মন্তব্য প্রধান বন্ধ আছে।