কোমল আশাবরি

কোমল আশাবরি

সেই কখন থেকে হারমোনিয়ামের রিড ধরে বসে আছি! একটি স্বরের অপেক্ষায়। বাজো হৃদয়। বাজো সরোজ। বাজো পঞ্চমে। একটি সুরের ভেতরে সমর্পিত থাক আমার প্রাণ। একটি গানের ভেতরে আমার পরিস্নান। কখনো কোমল আশাবরি। কখনো তীব্র তান। সুরের সাত মহলায়, বাজো বাজো আমার প্রাণ।

গানের ভেতর লালিত আমার স্বপ্ন। সুরের আলাপে অভিমান। আমি বিদ্ধ হই। পুড়ে যেতে থাকি সমগ্রতায়। রাগে, সংরাগে বারবার ছিঁড়ে যায় যত অমৃত সম্ভার। কখনো মগ্ন মগনে, কখনো অপমানে, সরগমের সাত বাহার। আমি তাকে ছুঁতে চেয়েও ছুঁতে পারি না। সে আমাকে ভাসিয়ে নিয়ে যায় সুর লহরীর আপন লহমায়। কখনো সে বেজে ওঠে কথার মালায়। কখনো সরিয়ে রাখে আমায় অবহেলায়।

__________
রিয়া চক্রবর্তী।

10 thoughts on “কোমল আশাবরি

  1. কথাগুলি নানামাত্রিক সুর তুলে গেলো; নাড়িয়ে গেলো।

    অসাধারণ জীবনবোধ!

    1. আপনার মন্তব্য ভীষণ পছন্দ হয় আমার। অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ধন্যবাদ।

  2. সুর লহরীর আপন লহমায় বেজে উঠুক সকলি। অভিনন্দন প্রিয় কবি বন্ধু রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. বাহ্। ধন্যবাদ প্রিয় বন্ধু। আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. রবীন্দ্রনাথের শেষের কবিতার কয়েকটা লাইন মনে হয়ে গেলো
     

    1. রবীন্দ্রনাথ আমাদের মনের কথা জানতেন দাদা। :)

  4. * সুন্দর অনুভব…

    স্বুপ্রিয় কবি দি, ভালো থাকুন নিরন্তর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।