মননদীতে যা জলপানি

মননদীতে যা জলপানি

তুই বলেছিলিস দু’চোখের রাগনি –
বারালেই দুঃখ সাগরের জল চুষে নিবি !
তুই আজোও বলেছিস দুঃখের বদলে
সব সুখ আমার মাঝে বিলিয়ে দিবি

ও আজ বড় তোর মহৎত্ব প্রয়োজন-
নিয়ে যা বন্যার জল তোর মন নদী !

তোকে সোনালী শস্যশ্যামল মাঠ দিবো-
সুস্থ্যসবল গরুছাগলেল মাংস খাওয়াবো
রঙধনু বিকালের একরাস গোধলি পাবি-
পূর্ণিমা রাতের মিতালি কথনে -কথনে
জোছনা পরশ রাঙিয়ে হবে মায়াবি;

হো হো বল না এই বন্যার জলপানি-
হো হো দু’চোখের রাগনিতে চুষে নিবি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “মননদীতে যা জলপানি

  1. অসাধারণ বানানরীতিতে শিক্ষার যে উপকরণ থাকে তা আপনার লেখায় স্পষ্ট বোঝা যায়। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আঞ্চলিক ভাষার বানান রীতি নেই-

      মাঝে মাঝে আঞ্চলিক ভাষার প্রয়োগ হয়েছে

      বলতে পারেন এটা একধরণের স্টাইল-

      কার ভাল লাগতে পারে  আবার নাও লাগতে পারে

      অশেষ ধন্যবাদ -মুরুব্বী দা

    1. জ্বি রিয়া দিদি 
      অনেক প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———

  2. পূর্ণিমা রাতের মিতালি কথনে -কথনে
    জোছনা পরশ রাঙিয়ে হবে মায়াবি;

     

    * মায়াবী কবিতা…

    1. জ্বি হুসাইন দা
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।