ইকো সাউন্ডার হচ্ছে, আধুনিক নৌ যোগাযোগ ব্যাবস্থায় অপরিহার্য একটি নেভিগেশন ডিভাইস। যা নদীর পানির গভীরতা নির্ণয়ের জন্য এবং নদীর তলদেশে কোন বস্তু এর উপস্থিতি নির্দেশ করে। তাই না জনাব ?
আহারে জনাব দারুন মিস্টেক হইয়া গেছে। শুধু ছবিটা আপলোড কইরা রাখছিলাম, মনে করছিলাম পরে বিবরন লেইখা দিমু, কিন্তু এক্কেবারে ভুইলা গেছি আর এদিকে অটো পোস্ট হইয়া গেল।
তবে হুজুর আপনে যা লেখছেন হাছা কথাই লেখছেন। এই কামেই লাগে এই জিনিষ। আমি আরও কিছু বিশদ্ভাবে লেখতে চাইছিলাম। তয় এই আর করুমনা। আগে লেইখা পরে ছবি/ পোস্ট দিমু।
সেইটাই বেটার জনাব।
পোস্টের ছবি আর মুরুব্বী বন্ধু'র মন্তব্য পড়ে বিষয়টি বুঝে গেলাম।
ধন্যবাদ দিদি। আসলে বিবরন লেখার কথা আমি একেবারে ভুলেই গিয়েছিলাম, কাজের চাপে। তবে এর পরে যেগুলি দিব তাতে আর এই ভুল হবেনা।
ইকো সাউন্ডার হচ্ছে, আধুনিক নৌ যোগাযোগ ব্যাবস্থায় অপরিহার্য একটি নেভিগেশন ডিভাইস। যা নদীর পানির গভীরতা নির্ণয়ের জন্য এবং নদীর তলদেশে কোন বস্তু এর উপস্থিতি নির্দেশ করে। তাই না জনাব ?
আহারে জনাব দারুন মিস্টেক হইয়া গেছে। শুধু ছবিটা আপলোড কইরা রাখছিলাম, মনে করছিলাম পরে বিবরন লেইখা দিমু, কিন্তু এক্কেবারে ভুইলা গেছি আর এদিকে অটো পোস্ট হইয়া গেল।
তবে হুজুর আপনে যা লেখছেন হাছা কথাই লেখছেন। এই কামেই লাগে এই জিনিষ। আমি আরও কিছু বিশদ্ভাবে লেখতে চাইছিলাম। তয় এই আর করুমনা। আগে লেইখা পরে ছবি/ পোস্ট দিমু।
সেইটাই বেটার জনাব।
পোস্টের ছবি আর মুরুব্বী বন্ধু'র মন্তব্য পড়ে বিষয়টি বুঝে গেলাম।
ধন্যবাদ দিদি। আসলে বিবরন লেখার কথা আমি একেবারে ভুলেই গিয়েছিলাম, কাজের চাপে। তবে এর পরে যেগুলি দিব তাতে আর এই ভুল হবেনা।
*

কেমন আছেন জনাব?