দিন ফুরিয়ে রাত

দিন ফুরিয়ে রাত

ঘুমে জড়ানো অন্ধকার ভোর
আকাশে ছিটেফোঁটা আলোরও অভাব
চোখের পাতায় ঘুমের রেশ
অবকাশ নেই কোন আলটপকা স্বভাব।

অন্ধকার দিনের সঙ্গে সখ্যতা
বাহারি ফুল ফোটানোর বেহিসাবী ভাবনায়
আঁধার মুছে আলোয় ভরবে দিন
এই ভেবে মন চেয়ে দেখে তার আয়নায়।

ভোরের আলোয় জ্যোছনা নামে
অনেক দূরের ওই নীল আকাশের কোনে
পুবের আকাশ যেন রক্তে রাঙা
নতুন দিনের শুরুতে এমন মধুর ক্ষণে।

দিনের কাজে নিত্য মত্ত মনন
জানিনা কেমনে কেটে যায় অনন্ত এই বেলা
দিনশেষে মধুর এক আবেশে
মন ভরে আকাশে হেরি আলোছায়ার খেলা।

5 thoughts on “দিন ফুরিয়ে রাত

  1. অনেক ভালো লিখেছেন শ্রদ্ধেয় কবি। অজস্র ধন্যবাদ ।

  2. কবিতায় ছন্দ মিল পেলাম। অনেক শুভেচ্ছা দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. "দিনশেষে মধুর এক আবেশে
    মন ভরে আকাশে হেরি আলোছায়ার খেলা।"

    ___ অপরূপ ছন্দের খেলা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. * বরাবরের মতই ভালো লেগেছে কবিতাখানি… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।