গিরগিটি মন

গিরগিটি মন

কত রঙের গিরগিটি!
কত রঙের মন
আমিও খোলস বদলাই
যখন তখন

নানা রঙের মানুষ
ভিন্ন ভিন্ন সংসার ধরন
মুহূর্তে বিচ্ছেদ
তুচ্ছ কোন কারণ

কতরকম সাপ দেখি
সময়ে খোলস বদল
আমার দাঁতেই যত বিষ
কথার কামড়ে প্রবল

স্বার্থে স্মরণ করা
আর মুহূর্তে ভুলে যাওয়া
আমার চরিত্রই যে এমন
পকেট ভারী করা

কত মনের রঙ দেখি
প্রেমের কত যে ঢং
আমিই গিরগিটি
বদলাই ক্ষণে ক্ষণ

কতরকম ভালোবাসা!
শরীর নির্ভর
শরীরে শরীর না মিললে
ভাঙে কত ঘর

কত রঙের মানুষ দেখে
কাটিয়ে দেই দিন
গিরগিটি শুধু আমিই রে
রঙে রঙে রঙিন।

8 thoughts on “গিরগিটি মন

  1. আমাদের এই আশেপাশে বহু রঙীন মানুষের উপস্থিতি একেবারে কম নয়। ভাল বলেছেন।

  2. কবিতার জন্য ধন্যবাদ প্রিয় নির্বাসনের মানুষ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কত রঙের গিরগিটি!
    কত রঙের মন
    আমিও খোলস বদলাই
    যখন তখন

    * বাহ! চমৎকার… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।