এভাবেই বয়ে যাক

এভাবেই বয়ে যাক

সবাই কত দূরত্বের মাঝিমাল্লা-
তাই দূরে ই থাকি একলা;
মার শালা রক্তচুষা পিটে দাগ !
চোর কি শুনে বাবা ধর্মের বাক?

এভাবেই প্রণয় বয়ে যাক -যাক
যেখানেই আকাশ মাটি রক্তাক্ত-
সেখানেই ভক্ত -এই ভাবেই বয়ে যাক!
অভাবে ই বুঝি এই হলো স্বভাব নষ্ট –
কারা আছে স্বার্থপূর্ণ পাওয়ার কষ্ট !

মানবতা মুখের কথায় চুলকানি
বিবেক বুদ্ধি চিন্তা চেতনা শুধু ঋষ্ট-
তবুও আমরা বলছি -মানবতা !
মানবতায় পরম ধর্ম কর্ম- থাক
থাক বিরক্ত হয়েছে বলা ! যথেষ্ট;
প্রণয়ের নীলমন্ত্রে জ্যোতিরত্ন-
রক্ত ভক্ত এই ভাবে বয়ে যাক।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “এভাবেই বয়ে যাক

  1. "এভাবেই প্রণয় বয়ে যাক -যাক
    যেখানেই আকাশ মাটি রক্তাক্ত-
    সেখানেই ভক্ত -এই ভাবেই বয়ে যাক!" __ ভেরি গুড প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

  2. কবিতাটি কিন্তু  আসলেই দারুণ হয়েছে কবিবাবু। অভিনন্দন নিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি রিয়া দিদি

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

  3. প্রণয়ের নীলমন্ত্রে জ্যোতিরত্ন-
    রক্ত ভক্ত এই ভাবে বয়ে যাক।

     

    * বিশেষ বিশেষ  শব্দ শৈলীতে কবিতাখানি অপূর্ব হয়েছে কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. জ্বি হুসাইন দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।