ফাগুনের কবিতা

ফাগুনের কবিতা

প্রেম প্রেম আবহাওয়া, শিরশিরে যৌবন, ভ্যালেন্টাইনকে গোলাপ সহ চুমু-
বিবাহিতদের ভ্যালেনটাইন হয় না
স্বামী স্ত্রীর দরজা বন্ধ মারধোর
কুড়িতে ছ’মাসের বাচ্চা
চারিদিকে দারিদ্যের নিম্নচাপ

একমুঠো হাওয়া
ক্ষুধার্ত প্রেমিক
দুদিক থেকে আসা বিরহ ,তিরস্কার
তবু
খাই
এক আকাশ ভালোবাসা
রোদে পুড়ে
ফিল্টারে ছেঁকে
জ্বরে কাতরে
ফাগুন এলোই
সুকান্তদের আর প্রেমিক হওয়া হল না
কোন কবিতা সম্মেলনে বিরহ, রোমান্স পায় না শুধু

চা বিস্কুট আর বিরিয়ানি পায়।

2 thoughts on “ফাগুনের কবিতা

  1. আগুনের ফাগুনে এমনটা চলে। … শুভেচ্ছা প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

  2. বাহ্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif জানিনা আপনার স্মরণ আছে কিনা ইদানিং আপনার প্রতি-মন্তব্য পাই না। :( 

মন্তব্য প্রধান বন্ধ আছে।