নীলের জন্যে আবার কেমন নীল!

ভেবেছিলে কষ্ট দেবে; লাল নীল কিংবা বেগুনি
একটি একটি করে যে রঙগুলো বাছাই করে রেখেছিলে
আমার দুঃখের নদীতে জোয়ার আনবে বলে;
জেনে রেখ সে সব রঙই আমার সবচে’ প্রিয় রঙ।
নীলশিখার নীল বেদনার রঙ নয়; পুড়ে খাঁটি হওয়া
তেজদীপ্ত আমার এক অহংকারের নাম–
প্রতি প্রাতে আমার আঙিনায় রেশমি কঙ্কণ বাজাও
অধর রাঙাও মোহনীয় গোলাপের আভায়,
চেয়েছিলে আমায় নীল নদে ডোবাতে!
নন্দিনী, জেনে রেখ ডুব সাঁতারে ব্রজেন দাসের আমি সঙ্গী ছিলাম
হিমালয় লঙ্গন করেছিলাম তুষার ঝড়ের মাঝে–
তোমার যাওয়া আসা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার কাছে অন্য কিছু নয়।

সুর্যাস্তে অন্ধকারের আগমন আমার কাছে ভীতি সঞ্চার করেনা
জোয়ার শেষে আমি প্রতিনিয়ত অপেক্ষা করি ভাটার জন্যে–

সুখের পরে দুঃখের আগমন অবধারিত, ব্যত্যয় কখনো দেখেনি
নন্দিনী আমি এসব প্রকৃতির নিয়ম বলে মেনে নিয়েছি।

যে নিজেকে বেঁধে নিয়েছে প্রকৃতির নিয়মের অধীন করে–
ঘটনা মেনে নেয়ার স্বভবিকতা যার কাছে অলঙ্গনীয় বলে
যে বিচলিত হয়না জ্যৈষ্ঠের দাব দাহের মাঝে তুষারপাত হতে দেখে
কী করে সৃজিবে নরক তার জন্যে এই পৃথিবীতে।

10 thoughts on “নীলের জন্যে আবার কেমন নীল!

    1. ** সুপ্রিয় প্রেরনাদাতা মুরুব্বী, কৃতজ্ঞতা অশেষ… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  1. কখনও কখনও ভীষণ ইচ্ছে করে আপনার লিখাটির পূর্ণাঙ্গ বিশ্লেষণ করি। সম্ভব হয় না। আমি লক্ষ্য করেছি আপনি প্রত্যেকটি মন্তব্যের প্রতি-উত্তর দুটি বা তিনটি শব্দে শেষ করেন। তাই ইচ্ছেকে ইচ্ছের জায়গায় রাখি। লেখা হয়না। সম্ভবত আপনি ব্যস্ত।  :)

    1. ** সুপ্রিয় কবি দি, আপনাদের মন্তব্যগুলো আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। এ কারণে অনেক মান-অভিমান ভেঙে শুধুমাত্র আপনাদের কয়েকজনের কারণেই ফিরে আসি। আপনাদের বিশ্লেষণধর্মী মন্তব্য সবসময় আশা করি।

      প্রবাস জীবন সত্যিকার অর্থে অনেক যন্ত্রনার, তাই অনেক কিছু ইচ্ছা করলেও করা যায়না।  

      ভালো থাকুন নিরন্তর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      1. জানলাম কবি দা। ভালো থাকবেন। এই প্রত্যাশা। :)

      2. * আপনিও ভালো থাকুন সবসময়…

  2. নন্দিনী  রা মনে রাখে না স্রোতের মতো বয়ে যায়

    ধূলির মতো উড়ে যায়————

    1. * ধন্যবাদ প্রিয় কবি দা… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. "চেয়েছিলে আমায় নীল নদে ডোবাতে"!

    চারটা দেশ দিয়ে নীল নদ বয়ে গেছে; তিনটার পাড়ে আমি দাঁড়িয়ে ছিলাম বহুদিন/বছর।

    নন্দিনী ডুবাতে চাইলেও আমি জানি, এই কবিতা আপনাকে ওই নদে ভাসিয়ে রাখবে!

    "জেনে রেখ ডুব সাঁতারে ব্রজেন দাসের আমি সঙ্গী ছিলাম
    হিমালয় লঙ্গন করেছিলাম তুষার ঝড়ের মাঝে–
    তোমার যাওয়া আসা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার কাছে অন্য কিছু নয়"। — দারুণ লিখেছেন!

  4. * সুপ্রিয় কবি মিড ডে ডেজারট , আপনার মন্তব্যগুলো সবসময় বিশ্লেষণধর্মী হয়। যা যে কোন লেখকের উৎসাহের অনুষঙ্গ হিসেবে কাজ করে।

    ভালো থাকুন সবসময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।