নেভিগেশন ইকুইপমেন্ট-GPS


GPS

GPS (Global plotting system) নিয়ে বলার মত বিশেষ কিছু নেই কারন আজকাল আপনার পকেটে মোবাইল ফোনেই রয়েছে এই সুবিধা। সাগরে যে GPS ব্যবহার হয় তা প্রায় একই ধরনের তবে সাগরে জাহাজের গতি/দিক ইত্যাদিও দেখিয়ে দেয় এবং আপনি কোথা থেকে কোথায় যাবেন তা একে বলে দিলে সেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে এবং ঝর-বাতাস বা ঢেউ এর জন্য আপনার দিক পরিবর্তন হয়ে গেলে সে আপনাকে জানিয়ে দিবে “তুমি দিক হারিয়ে ফেলেছ”।
কত সহজ আজকালের নেভিগেশন তাই না?
আগামীর বিষয়ঃ Chart Plotter, এতক্ষণ সঙ্গে থাকুন ভাল থাকুন।

10 thoughts on “নেভিগেশন ইকুইপমেন্ট-GPS

  1. GPS আসলেই কাজের জিনিস। প্রযুক্তির কল্যাণে বিষয়টি সহজলভ্য হওয়ায় আমরাও ভাগ্যবান মনে করছি। আমাদের অবস্থান পিন পয়েন্ট করতে পারছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif 

  2. GPS
    Global plotting system
    না
    Global Positioning System
    কোনটা সঠিক হবে ? কেননা plotting বলতে অঙ্কন খুঁজে পাচ্ছি। :)

    1. ঠিকই বলেছেন দিদি। সবাই positioning বলে কিন্তু আমরা navigator রা যেহেতু এটা দিয়ে chart plotting করতে পারি তাই আমরা মাঝে মাঝে প্লটিং বলি। ধন্যবাদ

  3. বিষ্ময়কর এই নেভিগেশন ইকুইপমেন্ট। দেখে চলেছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  4. প্রিয় খালিদ উমর ভাই ধন্যবাদ জানবেন।

    আপনাকে আমি চিনি সেই ২০১২ সাল থেকেই।

    আপনি অনেক ব্লগে সাগরে চলার পথে অনেক সচিত্র পোষ্ট দিয়েছেন।

    আপনার পোষ্ট দেখে আনন্দিতhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনাকেও ধন্যবাদ ভাই। অনেকদিন কোন যোগাযোগ নেই। হ্যা, ঠিকই বলেছেন, সাগরেই যে আমার পেশা। তাই বলে মাছ ধরা ভাবনেনা!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

  5. * নেভিগেশন সিস্টেম সত্যি বিস্ময়কর… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।